সহেলি মিত্র, কলকাতাঃ তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, বাংলার ডিএ মামলাকে ঘিরে সুপ্রিম কোর্টে এটাই হয়ে আসছে। বছরের পর বছর ধরে মামলা লিস্টেড হচ্ছে, অথচ সুরাহা কিছুই হচ্ছে না। ফলে বারবার হতাশার মুখই দেখতে হচ্ছে বাংলার সরকারি কর্মীদের। এদিকে আগামী ৭মে ফের একবার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। ফলে সকলের প্রত্যাশা তুঙ্গে। তবে এরই মাঝে সরকারি কর্মীরা বিরাট ঘোষণা করে দিলেন। DA বা মহার্ঘ্য ভাতা মামলা নাকি জিতে গিয়েছে রাজ্য সরকার! এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে শুনানির আগে কিভাবে ডিএ মামলা নিয়ে এত বড় দাবি করতে পারেন তাঁরা? সত্যিই কি তাই? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিষয়? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
DA মামলায় বিরাট আপডেট
আসলে সামাজিক মাধ্যমে বড় দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তাঁর দাবি অনুযায়ী, ‘রাজ্য সরকার চেষ্টা করে আসছে, যাতে ডিএ মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাক। তাতে সাফল্য পেয়েছে রাজ্য সরকার। আমরা মনে করি যে সাফল্য পেয়েছে।’
এরপর তিনি আরও বলেন, ‘ সরকার Grant-in-Aid অর্থাৎ শিক্ষক-অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন কর্মচারিদের ডিএ দেবে কি, দেবে না সেই প্রেক্ষিত৷ আমরা বারংবার বলেছি যে ডিএ মামলা ২০০৯ রোপা অনুসারে, তাই সরকার যাদের বর্তমান নিয়মে ডিএ দেয় সকলেরই তা প্রাপ্য৷ আপনারা জানেন বা শুনেছেন যে সরকারি কর্মচারিদের ডিএ দিতে মোট ৪১,৭৭০.৯৫ কোটি টাকা খরচ হবে৷ সরকারি আইনজীবি গত ০৫|১২|২২ সর্বোচ্চ আদলতে এই প্রামান্য নথি পেশ করেছিলেন৷ সরকারি আইনজীবি মারফত আমাদেরকে দেয় নথিটি আমরা গত ১১.১২.২২ গ্রান্ট-ইন-এইড কর্মচারিদের উদ্দেশ্য তা পোস্ট করেছিলাম৷ এই বিষয়ে আমার এবং আমাদের সংগঠনের সভাপতির বেশ কয়েকটি ভিডিও আছে৷ তথাপি আজও আমাদের শুনতে হচ্ছে শিক্ষকরা যাতে ডিএ না পায় সেই দিকেই নাকি আমাদের নজর৷’
আরও পড়ুনঃ ভারতীয় রেলের আজব ট্রেন যেটি একই সময়ে ৩ স্টেশন দিয়ে যায়! কীভাবে? জেনে নিন
কবে হবে ডিএ মামলার পরবর্তী শুনানি?
২০২২ সালের মে মাসে, কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে তারা যেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে তাদের কর্মচারীদের ডিএ দেয়। তবে, রাজ্য সরকার এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, যেখানে মামলাটি এখনও অমীমাংসিত।২০২২ সালে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুরু হওয়ার পর এই প্রথমবার মামলার বিবরণীতে এটিকে “Top of the List” বা তালিকার শীর্ষে রাখা হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে, আগামী ৭ মে প্রথমেই এই মামলার শুনানি হবে। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর ফলে আশা করা হচ্ছে যে মামলাটি ওই দিন অবশ্যই শোনা হবে এবং কোনো কারণে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কম। যদিও অন্য কথা বলছেন সরকারি কর্মীদের নেতা।
আগামী ৭ মে, ২০২৫-এ সুপ্রিম কোর্টে ডিএ মামলা মাননীয় তিন বিচারপতি বিক্রম নাথ, মাননীয় সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ২ নম্বর সিরিয়ালের উঠতে চলেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |