বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত রবিবাসরীয় ম্যাচে ঘরের মাঠে একেবারে ঘাড়ের পাশ থেকে তীর বেরিয়ে গেছে কলকাতার (KKR)। যাকে বলে, হারতে হারতে জেতা। হ্যাঁ, মাত্র 1 রানে সম্মান বেঁচেছে নাইটদের। তবে ম্যাচ জিতলেও জয়ের ব্যবধান একেবারে নগণ্য। যা কার্যত প্রমাণ করে দেয় এ মরসুমে একেবারেই ফর্মে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
তবে চেনা ছন্দে না থাকলেও প্লে অফের রাস্তায় ধীরে ধীরে আসর জমাচ্ছে অজিঙ্কা রাহানে বাহিনী। আগামীকাল ঘরের মাঠ ইডেনে তাদের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচের জন্যই হাপিত্যেশ করে বসে রয়েছেন ভক্তরা। এ যাত্রায় চেন্নাইয়ের আর কোনও আশা না থাকলেও ধোনির দলকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না KKR।
আর সে জন্যই আগেভাগে শুরু হয়ে গিয়েছে ম্যাচ জয়ের নীল নকশা তৈরির কাজ। অনেকেই মনে করছেন, আগামীকালের ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙবে নাইটদের। আর সেই সূত্রেই, বাদ পড়তে পারেন দলের একসময়ের প্রধান ভরসা তথা সবচেয়ে দামি খেলোয়াড়। চলুন জেনে নেওয়া যাক, চেন্নাইয়ের বিপক্ষে ঠিক কেমন একাদশ নামাতে পারে কলকাতা।
আর ভুল নয়, বাদ পড়ছেন ভেঙ্কটেশ!
চলতি সিজনে দলের সবচেয়ে দামি প্লেয়ার অর্থাৎ 23.75 কোটির ভেঙ্কটেশকে একেবারেই ভাল ফর্মের দেখা যায়নি। গত ম্যাচগুলিতে নিয়মিত থাকলেও রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে তাঁকে 5 উইকেট পর্যন্তও জায়গা দেয়নি KKR। তাঁর বদলে নামানো হয়েছিল রাসেল, রিঙ্কুদের। তাছাড়াও ভেঙ্কটেশের পারফরমেন্স নিয়ে দল যে একেবারেই খুশি নয়, সে কথা বোঝা গিয়েছিল শাহরুখ খানের বার্তা থেকেই। সম্প্রতি কর্ণধার শাহরুখের তরফে নাইট শিবিরে এসে পৌঁছয় আবেগ ঘন বার্তা।
সেই লেখা পড়ে শুনিয়েছিলেন ম্যানেজার বেঙ্কি মাইসোর। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, শাহরুখ এদিন চিঠিতে দলের 10 খেলোয়াড়ের প্রশংসা করলেও মুখে উচ্চারণও করেননি মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ারের নাম। আর তা থেকেই কিছুটা বোঝা গিয়েছে, ভেঙ্কির জায়গা এখন নাইট শিবিরে কতটা। সূত্র বলছে, ভারতীয় তারকার একেবারে বিচ্ছিরি ফর্মের কারণে আগামীকাল চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে জায়গা দেবে না ম্যানেজমেন্ট। আর এই সম্ভাবনা যদি সত্যি হয় সে ক্ষেত্রে, বহু ভক্ত সমর্থকের আশায় সিলমোহর পড়বে একথা বলাই যায়। উল্লেখ্য, আইয়ার বাদ গেলে তাঁর বিকল্প হিসেবে নামানো হতে পারে রোভম্যান পাওয়েলকে।
ফিরতে পারেন তুরুপের তাস
এ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের কয়েকটা ম্যাচে অংশ নেওয়ার সুযোগ হয়েছে প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়ার। তবে কলকাতার হয়ে যে কয়টি ম্যাচে তার উপস্থিতি ছিল হয় উইকেট নয় দুর্দান্ত বোলিং করে নিজের জাত চিনিয়েছেন নরকিয়া। সূত্রের খবর, নাইট শিবিরের পরিকল্পনা অনুযায়ী আগামীকাল CSK-র বিরুদ্ধে হোম গ্রাউন্ডে নামানো হতে পারে তুখড় পেসার এনরিখ নরকিয়াকে।
অবশ্যই পড়ুন: ভারতীয় রেলের আজব ট্রেন যেটি একই সময়ে ৩ স্টেশন দিয়ে যায়! কীভাবে? জেনে নিন
চেন্নাইয়ের বিরুদ্ধে KKR-র সম্ভাব্য একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমণদীপ সিং, রোভম্যান পাওয়েল, মঈন আলি, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী।
চেন্নাই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে পেসার হর্ষিত রানা অথবা এনরিখ নরকিয়াকে দলে রাখতে পারে KKR।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |