প্রীতি পোদ্দার, কলকাতা: গত বুধবার অর্থাৎ ৩০ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। কিন্তু গরমের ছুটি শেষ কবে তা নিয়ে স্পষ্ট কোনো বিজ্ঞপ্তি জারি করেনি শিক্ষা দফতর। কিন্তু সরকারি স্কুলের ক্যালেন্ডার অনুযায়ী, গরমের ছুটি পড়ার কথা ছিল ১২ মে এবং খোলার কথা ছিল ২৩ মে। কিন্তু গত ৩ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করে দেন, তীব্র গরম পড়ায় গরমের ছুটি পড়বে ৩০ এপ্রিল থেকে।
ফের লম্বা ছুটি সরকারি কর্মীদের!
তবে চলতি মাসে গরমের ছুটি যে শুধুই পড়ুয়ারাই উপভোগ করবে তা কিন্তু নয়, সরকারি কর্মচারীদের জন্যও রয়েছে চমকপ্রদক ছুটির (Holiday List 2025) উপহার। প্রত্যেকবার নতুন মাস পড়তে না পড়তেই সমস্ত কর্মীদের নজর থাকে ছুটির তালিকায়। কবে কোন মাসে কদিন ছুটি এই নিয়ে চলে নানা ঘুরতে যাওয়ার পরিকল্পনা। তবে বলা রাখা জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চের পর মে মাসেও এক লম্বা ছুটি পেতে চলেছে সরকারি কর্মীরা। তাই দেরি না করে ছোট্ট ট্রিপের জন্য পরিকল্পনা করে ফেলুন।
কবে কবে ছুটি?
জানা গিয়েছে ২০২৫ সালে মে মাসে সরকারি কর্মীদের জন্য থাকছে বাড়তি তিনটি ছুটি। আগামী ৯ মে, ২৫ বৈশাখ, শুক্রবার রবীন্দ্রজয়ন্তী, সেদিন সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর যদি রবীন্দ্রজয়ন্তীর পর দিন অর্থাৎ ১০ মে শনিবার ছুটি নিয়ে নেন, তাহলে শনি রবিবার ছুটি থাকছে। তার সঙ্গে আবার ১২ মে, সোমবার, বুদ্ধ পূর্ণিমার কারণে সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকতে চলেছে। ফলস্বরূপ শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার এই চার দিনের ছোট ট্রিপ অনায়াসেই করে নিতে পারবেন কর্মীরা।
আরও পড়ুনঃ তলে তলে এত্ত কিছু! ভারত, পাকিস্তান উত্তেজনার ফায়দা নিয়ে বিরাট ফন্দি আঁটল বাংলাদেশ
এই ছুটি পাবে বোর্ড, কর্পোরেশন, পুরসভা সহ সমস্ত সরকারি অফিসের কর্মীরা। এর আগে চলতি মাসে প্রথম দিন ১ মে, মে দিবস থাকায় ছুটি ছিল রাজ্য জুড়ে। এরপর ফের টানা ৪ দিনের ছুটিতে বেশ ডগমগ সকলে। রোজনামচা কাজের ভিড়ে ছোটখাটো এই ছুটি সমস্ত কর্মীদের মধ্যে এক স্বস্তির বার্তা বয়ে নিয়ে আসে। ইতিমধ্যেই অনেকেই ছুটির পরিকল্পনা করে রেখেছেন, এমনকি ট্রেনের টিকিটও অনেকে কেঁটে রেখেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |