Indiahood-nabobarsho

বিহার ছাড়ছেন বৈভব সূর্যবংশী? পাকাপাকিভাবে আসছেন বাংলায়! IPL-র মাঝেই বড় খবর

Published on:

Vaibhav Suryavanshi may leave Bihar and come to Bengal! Speculations are rife

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজস্থান রয়্যালসের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) নাকি বিহার ছাড়ছেন! শোনা যাচ্ছে, নিজের ক্রিকেট কেরিয়ারকে আরও সুদূর প্রসারী করতে এবার জন্ম ভিটে ছেড়ে ভারতের অন্যত্র পাড়ি দিতে পারেন বৈভব! এই খবর কি আদৌ সত্যি? ভরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝে বৈভবের বিহার ছাড়ার খবর এখন নেট দুনিয়ায় সবচেয়ে হট টপিক। কিন্তু ঠিক কী কারণে বিহার ছাড়ার প্রসঙ্গ উঠল বৈভবের? সূত্র বলছে, এর সাথে নাকি বাংলার যোগ রয়েছে। কীভাব? জানব বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিহার ছাড়ছেন বৈভব?

বেশ কয়েকটি সূত্র যা জানাচ্ছে, বৈভবের বিহার ছাড়ার প্রসঙ্গের সাথে যোগ রয়েছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের। হ্যাঁ, সদ্য নিজের অসামান্য ক্রিকেট দক্ষতা দেখিয়ে CAB-র নজর কেড়েছেন বিহারের ভূমিপুত্র বৈভব সূর্যবংশী। খোঁজ নিয়ে জানা গেল, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে নাকি প্রস্তাব পেয়েছেন বৈভব! সূত্র বলছে, বেঙ্গল ক্রিকেট ছাড়াও তামিলনাড়ুর ক্রিকেট অ্যাসোসিয়েশনও বৈভবকে রাজ্য দলে খেলানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে। আর সে কারণেই বৈভবের বিহার ছাড়ার জল্পনা তুঙ্গে উঠেছে।

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও তামিলনাড়ুর ক্রিকেট অ্যাসোসিয়েশন বৈভবকে রাজ্য দলের মুখ করতে চায়। জানা গিয়েছে, বৈভবের কোচও চাইছেন বিহারের বাইরে গিয়ে নিজের পরিচয় তৈরি করুক ছাত্র। এ প্রসঙ্গে, সূর্যবংশীর কোচ জানিয়েছেন, বিহার উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদের জন্য একেবারেই আদর্শ স্থান নয়। একজন কোট হিসেবে আমি চাইবো, ও অবিলম্বে বিহার ছেড়ে চলে যাক। যদিও বিহার ছাড়ার প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্যই সামনে আনেননি RR ক্রিকেটার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাংলার হয়ে খেললে বড় সুবিধা পাবেন বৈভব!

সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে জানানো হয়েছে, বৈভব সূর্যবংশী যদি অন্যান্য সব প্রস্তাব ফেলে বাংলার হয়ে খেলেন, তবে সেক্ষেত্রে CAB-র তরফে একাধিক সুবিধার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা তাঁর ওপর দৃষ্টি নিক্ষেপ করবেন। আর সেই সূত্র ধরেই, বাংলার হয়ে নিজের জয় গান লিখে টিম ইন্ডিয়ায় সুযোগ পেতে পারেন বিহারের এই কিশোর প্রতিভা, এমনটাই মনে করছেন বেঙ্গল ক্রিকেটের অনেকেই।

অবশ্যই পড়ুন: KKR-র ম্যাচের আগেই ২৮ বলে ১০০ করা ভয়ঙ্কর প্লেয়ারের এন্ট্রি CSK-তে

নিজরাজ্য ছেড়ে বেঙ্গল ক্রিকেটে যোগ দেওয়া প্লেয়ারের তালিকা

বৈভব কি বিহার ছেড়ে বাংলায় যোগ দেবেন? জল্পনা যখন এই প্রশ্ন নিয়েই ঠিক সেই মুহূর্তে ফের উসকে গেল পুরনো প্রসঙ্গ। জন্ম ভিটে ছেড়ে বাংলায় যোগ দেওয়া খেলোয়াড়ের তালিকা আরও একবার ভেসে উঠল ক্রিকেটপ্রেমীদের মনে। সেই সূত্রে জানিয়ে রাখি, ভারতীয় তারকা আকাশদীপ ও মুকেশ কুমাররা বাংলার হয়ে খেলেছেন। এর আগে প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার সাবা করিমও নিজের রাজ্য ছেড়ে বাংলা দলের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন। আর তারপরই জাতীয় দলে পৌঁছেছিলেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group