প্রীতি পোদ্দার, কলকাতা: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকে দেশ জুড়ে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। জঙ্গিদের পিছনে পাকিস্তানের মদত থাকার আশঙ্কা করছে ভারত। যার দরুন একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এবং এই হামলার উপযুক্ত জবাব দিতে ভারতও তৈরি হচ্ছে পড়শি দেশকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। দিকে দিকে চলছে বিক্ষোভ। আর এই আবহের মধ্যেই এবার কলোনির নাম বদলের দাবি উঠল শিলিগুড়িতে।
ভারতে পাকিস্তানি কলোনি!
জানা গিয়েছে, শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়ায় অবস্থিত বিশ্বাস কলোনির মোড়ের নাম এতদিন ধরে পাকিস্তান মোড় হিসেবে পরিচিত ছিল। এবং ওই কলোনির নাম পাকিস্তান কলোনি। কিন্তু কাশ্মীরে জঙ্গি হামলার পর এলাকার বাসিন্দারাই এলাকার নাম পরিবর্তনের দাবি করেছে। আর এই প্রসঙ্গে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। নেপথ্যে উঠে আসে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এর নাম। সূত্রের খবর এলাকার একাংশের দাবি বিশ্বাস কলোনির একটি মোড় পাকিস্তান মোড় নামে মানুষের মুখে-মুখে প্রচলিত থাকলেও পরে ওই মোড়ের নাম ‘বিশ্বাস মোড়’ হিসেবে প্রচলিত হয়। কিন্তু আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের অভিযোগ, ওই মোড়ের নাম বর্তমানেও পাকিস্তান মোড় নামে প্রচলিত রয়েছে।
নাম দেওয়া হয় ‘ভারত মাতা’ মোড়!
শুধু তাই নয়, পুলিশের খাতাতেও পাকিস্তান মোড় মদ, গাঁজা, ড্রাগসের কারবারের জন্য বেশ কুখ্যাত। আর এই কথা এলাকার কাউকে জিজ্ঞাসা করলে তারাও এই কথা একবাক্যে স্বীকার করে নেন। এমনকি বিশ্বাস কলোনির বাসিন্দাদেরও দাবি, মুখে মুখেই পাকিস্তান নামটি চলে। গোটা কলোনি এখন পাকিস্তান কলোনি। বিশ্বাস কলোনি নামে কেউ চেনে না। মুখে বলেনও না। তাই শেষপর্যন্ত এই এলাকার নামকরণ পরিবর্তন করা হয়েছে। এদিন বিশ্বাস কলোনির ওই মোড়ে জমায়েত হয়ে প্রথমে জাতীয় সংগীত গান গেয়ে পরে ‘ভারত মাতা’ মোড় নামে একটি পোস্টার লাগিয়ে দেয় মহামঞ্চের কর্মী সমর্থকরা।
অন্যদিকে এলাকার বাসিন্দাদের সঙ্গে ব্যাপক বচসায় জড়িয়ে পড়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চর সদস্যরা। ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রশাসনের কোনওরকম অনুমতি ছাড়া এবং স্থানীয় পঞ্চায়েতকে না জানিয়েই নিজে থেকে কীভাবে ওই মোড়ের নাম বদল করা হয়। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন। এরপর ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ বাহিনী পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ উত্তর থেকে দক্ষিণবঙ্গে বাজবে সাইরেন! ৭ই মে বাংলার যেখানে যেখানে হবে মহড়া, রইল তালিকা
এ প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি বলেন, “আমরা চাই না আমাদের এলাকাকে কেউ পাকিস্তান কলোনি বলে চিনুক। এদিকে বিশ্বাস কলোনি নাম হলেও কেউ এই নামে চেনে না। আমাদের আধার কার্ড-ভোটার কার্ড সব ভারতের অথচ কি না মুখে বলে পাকিস্তান কলোনি। তবে এই উদ্যোগ হয়তো অনেকটাই পরিবর্তন আনতে চলেছে।”