বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্থল, জল ও আকাশ পথে ক্ষমতা বৃদ্ধির পর এবার মহাশূন্যেও কামাল করল ভারত! মহাকাশে যে ভারতের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে তা জানতে বাকি নেই কারোরই। বর্তমান সময়ে মহাকাশ সমুদ্রে উপগ্রহ উৎক্ষেপণের জন্য অন্যতম নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। বিশ্বের বহু দেশ আকাশ গঙ্গায় তাদের উপগ্রহ উৎক্ষেপণের জন্য ভারতের দিকে ঝুঁকছে।
এহেন আবহে, চিন, পাকিস্তানের মতো শত্রুদের চমক দিতে মহাকাশে খেল দেখালো ভারত। সূত্রের খবর, পৃথিবী থেকে অন্তত 5000 কিলোমিটার ওপরে দুটি উপগ্রহের মধ্যে ডগ ফাইটিং করিয়েছে ISRO। সাম্প্রতিক সময়ে খবর এসেছিল, মহাকাশে গোপনে ডগ ফাইটিং করিয়ে যুদ্ধের আগাম প্রস্তুতি সেরে রাখছে চিন, এবার সেই পথ ধরেই পহেলগাঁও জঙ্গি হামলার আবহে মহাশূন্যে শক্তি প্রদর্শন করল ভারত। যা ইতিমধ্যেই ঘুম কেড়েছে চিন, পাকিস্তানের মতো শত্রুদের!
জটিল কাজ সহজ করেছে ভারত
সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র চেয়ারম্যান ভি নারায়ণন জানান, স্পেড এক্স মিশন পরপর দুবার ডকিং এবং আনডকিং প্রক্রিয়া সফলভাবে প্রদর্শন করেছে। জানা যায়, ডকিং ও আনডকিং অনুশীলনের পরও দুই উপগ্রহতেই 50 শতাংশ জ্বালানি অবশিষ্ট ছিল। আর সেই অবশিষ্ট জ্বালানি ব্যবহার করেই নতুন পরীক্ষা পরিচালনা করেছে ISRO।
সূত্রের খবর, বিজ্ঞানীদের নির্দেশে কক্ষপথের দুটি উপগ্রহ এবারে কাছাকাছি চলে আসে। যা দেখতে খানিকটা নকল ডগ ফাইটের মতোই। ISRO-র শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মহাকাশ শূন্যে এই প্রযুক্তিগত কাজ যথেষ্ট জটিল ছিল, তবে তা দ্রুত সম্পন্ন করেছে ভারত।
কীভাবে মহাকাশে ডগ ফাইটিং করিয়েছে ভারত?
বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন মারফত যা খবর, অতি সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তত্ত্বাবধানে মহাকাশে দুটি ভারতীয় উপগ্রহ SDXO1 ও SDXO2 প্রতি ঘণ্টায় 28,000 কিলোমিটার বেগে উড়ে একে অপরের অভিমুখে পারস্পরিক কক্ষপথ ঘুরে ঘনিষ্ঠ সংঘর্ষে লিপ্ত হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই মহড়া বিশ্বের অন্যান্য দেশগুলিকে কার্যত ভাবতে বাধ্য করছে।
অবশ্যই পড়ুন: চালান নয়, এবার ট্রাফিক আইন ভাঙলে লাইসেন্সে যুক্ত হবে নেগেটিভ পয়েন্ট! আসছে নয়া নিয়ম
সেই সাথেই, মহাকাশে দুই ভারতীয় শক্তিশালী উপগ্রহের ডগ ফাইটিং ভারতীয় মহাকাশ সংস্থা ISRO-র গৌরবময় সাফল্যকে বর্ণনা করে। ওয়াকিবহাল মহল বলছে, গত মার্চে মহাকাশে চিনের উপগ্রহ গুলির আনাগোনা বা ডগ ফাইটিংয়ের মতো বিষয়গুলি ধরা পড়েছিল, অনেকেই বলেছিলেন একেবারে গোপনে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে চিন। এবার সেই জল্পনার পর মহাকাশে ডগ ফাইটিং কতটা শক্তিশালী হতে পারে তার একটা সুস্পষ্ট ধারণা দিয়ে ক্ষমতা জাহির করল ভারত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |