Indiahood-nabobarsho

রেডি রাখুন ছাতা! কিছুক্ষণেই ঝড় বৃষ্টির তাণ্ডব দক্ষিণবঙ্গের ৫ জেলায়, আবহাওয়ার খবর

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: মাসের শুরুতে গরম কম থাকলেও এবার সপ্তাহের শেষে বড় বদল আসতে চলেছে আবহাওয়ার। বিগত কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টির দাপটে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল তাপমাত্রা (Weather Update)। যার ফলে গরমের তীব্র দাপটের হাত থেকে অনেকটাই রক্ষা পেয়েছিল রাজ্যবাসী। তবে সেই স্বস্তিতে এবার লাগাম পড়তে চলেছে। কয়েকদিন ভেজা এবং ঠান্ডা আবহাওয়ার পর, রাজ্য এখন আরও গরম এবং শুষ্ক ইতিমধ্যে উষ্ণতা বৃদ্ধি পেতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে গুজরাট উপকূল, মারাঠাওয়াড়া, মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে। তবে এই ঘূর্ণাবর্তের খুব বড় প্রভাব পড়বে না। তবে এই ঘূর্ণাবর্ত ও একাধিক অক্ষরেখা বিস্তারের কারণে ছত্তীসগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, গুজরাট ও উত্তরাখণ্ডে ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে আর কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ সকাল থেকেই আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছিল। কিন্তু বেলা বাড়তেই ঘন কালো মেঘে ছেয়ে গেছে গোটা আকাশ। আর কিছুক্ষণ পরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কোনও কোনও জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আবার ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ৪০-৫০ কিমি বেগে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির স্বস্তি খুব বেশিদিনের নয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তারপর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা। অর্থাৎ বৈশাখ মাস এবার পুরোনো ফর্মে ফিরতে চলেছে। তাপপ্রবাহের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ উত্তর থেকে দক্ষিণবঙ্গে বাজবে সাইরেন! ৭ই মে বাংলার যেখানে যেখানে হবে মহড়া, রইল তালিকা

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত একই হাল উত্তরবঙ্গে। আজও একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল অর্থাৎ বুধবার কিছুটা বৃষ্টি কমলেও, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রাও খানিক বাড়বে। অন্যদিকে, মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি কম হবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group