বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেলায় স্টল দিয়েই 100 কোটির ব্যবসা করলেন দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা! বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, 2024-25 আর্থিক বছরে শুধুমাত্র মেলায় বিভিন্ন সামগ্রী বিক্রি করে ও সরকারি-বেসরকারি স্টল গুলিতে নানা জিনিস সরবরাহের মাধ্যমে সবমিলিয়ে 100 কোটি টাকা আয় হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর নারীদের। সম্প্রতি প্রকাশিত পঞ্চায়েত দপ্তরের একটি হিসেব এই তথ্য দিয়েছে।
কীভাবে এত টাকা আয় হল?
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, মূলত দক্ষিণ 24 পরগনা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত ও ভিন রাজ্যের বিভিন্ন মেলায় স্টল দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন স্বনির্ভর গোষ্ঠীর নারীরা। যা জানা যাচ্ছে, দেশজুড়ে কাথার স্টিচ, সুতির কাপড়, শাড়ি, বিভিন্ন রঙচঙে পোশাক বিক্রি করে লাভের মুখ দেখেছেন মহিলারা।
এছাড়াও ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতিটি মেলায় গুড়, তুলাই পাঞ্জি চাল সবই ভাল পরিমাণে বিক্রি হয়ে গিয়েছে। আর সেই সূত্র ধরেই, দক্ষিণ 24 পরগনার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা 100 কোটির আয় বের করে নিয়েছেন।
হাতে তৈরি নানান সামগ্রী থেকেই 68 কোটির আয়
পঞ্চায়েত দপ্তরের তরফে প্রাপ্ত তথ্য ও বেশকিছু রিপোর্ট অনুযায়ী, প্রায় সাড়ে 3 হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজ জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মেলা সর্বোপরি, ভিন রাজ্যের বিভিন্ন মেলা গলিতে হাতে তৈরি রেডিমেড পোশাক সহ অন্যান্য সামগ্রী বিক্রি করেই 68 কোটি টাকা আয় করেছেন।
অবশ্যই পড়ুন: ৫০ পয়সার জিনিস বিক্রি হবে ৫ টাকায়! এই ব্যবসায় একবার বিনিয়োগেই বিরাট আয়
অন্যান্য আয়ের উৎস
মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হ্যান্ড মেড পোশাক থেকে শুরু করে অন্যান্য সামগ্রি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বহু জেলায় সৃষ্টিশ্রী আউটলেট রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এইসব আউটলেট থেকে বহু মানুষ বিপুল পরিমাণ কেনাকাটা করেন। যার জেরে এই ধরনের আউটলেট থেকেই মহিলাদের আয় এসেছে 4 কোটি টাকা। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা গুলিতে নানান সামগ্রী সরবরাহ করে আরও 8 কোটি টাকা কামিয়েছেন হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠীর যোগ্য নারীরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |