বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে জোরালো প্রত্যাঘাত করল ভারত (Operation Sindoor)। পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দিয়েছিলেন, কাউকে রেয়াদ করা হবে না। সেই মতো পাকিস্তানের সাথে কূটনৈতিক ক্ষেত্রে একাধিক সম্পর্ক ছিন্ন করেছিল দিল্লি।
কিন্তু তা সত্ত্বেও হুঁশ ফেরেনি সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানের! তাই শেষমেষ জঙ্গি হামলার জবাব হিসেবে মঙ্গলবার মধ্যরাতে পছন্দের সময়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারত। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর তরফে এক্স স্যান্ডেলে সেই খবর নিশ্চিত করা হয়েছে।
মাঝ রাতেই ভয়ঙ্কর জবাব পেল পাকিস্তান | Operation Sindoor |
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, মূলত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদে যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে 26 জন নিরপরাধের মৃত্যুর বদলা নিল ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে জোরালো আক্রমণ শানায় ভারত।
মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছিল, মূলত জঙ্গি পরিকাঠামো গুলিকে লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক চালানো হয়েছে। আসলে যেসব ঘাঁটিতে বসে ভারতের সন্ত্রাসবাদি হামলার ছক কষত জঙ্গিরা, সেইসব অঞ্চলেই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে ভারত, এমনটাই দাবি জাতীয় নিরাপত্তা মন্ত্রকের।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লিখিতভাবে দাবি করা হয়েছে, আমাদের পদক্ষেপ একেবারেই সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। ভারত পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত করেনি। মূলত লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার ক্ষেত্রে যথেষ্ট বিবেচনা ও সংযম দেখিয়েছে ভারত।
পাকিস্তানের কোন কোন শহরে হামলা চালানো হয়েছে?
বদলা হিসেবে পাকিস্তানের কোন কোন শহরে হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট তথ্য প্রকাশ করেনি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। তবে সম্প্রতি পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস-এর ডিরেক্টর জেনারেল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংক্রান্ত তথ্য দিয়েছেন।
তাতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাত 1টা নাগাদ পাকিস্তানের মোট 6 জায়গায় 24টি ভয়াবহ হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যদিও এ বিষয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রক আনুষ্ঠানিকভাবে খোলসা করে আপাতত কিছু জানায়নি!
উল্লেখ্য, প্রকাশ্যে আসা বেশ কয়েকটি সূত্র দাবি করছে, শিয়ালকোটের কোটকি লোহারা গ্রামে দুটি হামলা চালানো হয়েছে। এছাড়ও শাকারগড়ের কাছে আরও দুটি হামলা চালিয়েছে ভারতীয় বায়ু সেনা। যদিও তাতে হতাহতের কোনও খবর মেলেনি।