Indiahood-nabobarsho

দুই মুসলিম কান্ট্রি সহ পাকিস্তানের পাশে ৩ দেশ! পাল্লা ভারী ভারতের, কে কে করল সমর্থন?

Published on:

Pahalgam Attack

সৌভিক মুখার্জী, কলকাতা: গত 22 এপ্রিল জন্মু ও কাশ্মীরের পহেলাগাঁওতে জঙ্গিরা রক্ত ঝরিয়েছে। আর সেই মর্মান্তিক হামলায় প্রাণ হারিয়েছে 26 জন নিরীহ পর্যটক। যার মধ্যে একজন নেপালিও ছিলেন। সেই ঘটনার পর থেকেই ভারত পাকিস্তান (India Pakistan) সীমান্তের উত্তেজনা তুঙ্গে। একদিকে চলছে অপারেশন সিঁদুর, আবার অন্যদিকে চলছে সীমান্ত পেরিয়ে গুলি বিস্ফোরণের শব্দ। এ যেন পুরো যুদ্ধকালীন মহড়া।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে এই টানটান উত্তেজনার মাঝে বিশ্বজুড়ে শুরু হয়েছে দেশভিত্তিক প্রতিক্রিয়ার ঝড়। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন। কে কোন দেশের পাশে দাঁড়াবে, কে কার সঙ্গে থাকবে না, এইসব প্রশ্নের উত্তর এখন রাজনৈতিক থেকে কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পাকিস্তানের পাশে 3 দেশ

সূত্রের খবর, সবথেকে স্পষ্ট ও সরবভাবে এবার জঙ্গিদের দেশের পাশে দাঁড়িয়েছে চিন। হ্যাঁ জিংপিং-এর দেশের মুখপাত্র বলেছেন, পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার জন্যে তারা পাকিস্তানকে সমর্থন করে এবং তারা তাদের নির্ভরযোগ্য বন্ধু।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুধু তাই নয়, পাকিস্তানকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে তুরস্ক। এক গোপন সূত্রে জানা গিয়েছিল, তুরস্ক নাকি পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। যদিও তুরস্ক সেই দাবীকে অস্বীকার করেছিল। তুরস্ক সরকারের মতে, তারা সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে সহায়তা করবে।

আর তৃতীয় দেশ হিসেবে উঠে আসছে আজারবাইজানের নাম। হ্যাঁ, ইসলামিক পরিচয়কে সামনে রেখে আজারবাইজান বহু বছর ধরেই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে। আর এবারও সেই ঘনিষ্ঠতা বজায় রাখল। তারা পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে গলায় গলা মিলিয়ে চলছে। 

ভারতের পাশে একাধিক দেশ

তবে এই জঙ্গি হানার পরেও ভারতের সামরিক জবাব এবং আত্মরক্ষার দিক দিয়ে সমর্থন করছে তিনটি বড় বড় দেশ। হ্যাঁ, তার মধ্যে প্রথমে রয়েছে ইজরাইল। এই দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, যে জঙ্গি হানার বিরুদ্ধে তারা লড়াই করবে এবং ভারতের পাশে থাকবে।

আরও পড়ুনঃ ধোঁকা দিচ্ছে চিনই! ড্রাগনের চিটিংবাজির কারণেই বারবার ল্যাজেগোবরে পাকিস্তান

শুধু তাই নয়, ভারতের পাশে থাকার বার্তা দিয়েছি ইটালিও। ইতালি সরকার জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতেই বা যুদ্ধকালীন পরিস্থিতিতে সবসময় তারা ভারতের পাশে দাঁড়াবে। আর এই তালিকার তৃতীয় নামটি হল ফ্রান্স। কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা ভারতের পাশে থাকার বদ্ধপরিকর। অন্যদিকে অপারেশন সিঁদুরের পর পানামার মতো দেশও ভারতের পাসে দাঁড়িয়েছে। ওদিকে রাশিয়াও সন্ত্রাস দমনে ভারতের পাসে থাকার আশ্বাস দিয়েছে। 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group