সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে মারুতি সুজুকি (Maruti Suzuki) এখনো শীর্ষস্থান দখল করে রেখেছে। আর তার অন্যতম কারণ হলো – ভারতীয় ক্রেতাদের মান বুঝে গাড়ি তৈরি করা। আর এই দক্ষতার প্রমাণ আবারও দিয়েছে তারা ডিজায়ারের সাফল্যে।
2008 সালে প্রথমবার বাজারে আসে এই সেডান গাড়িটি। আর এরপর 2012 ও 2017 সালে দুবার নয়া অবতারে দেখা মেলে গাড়িটির। তবে 2024 সালের নভেম্বর মাসে আবারো হাজির হয়েছে ডিজায়ার তার ফোর্থ ভার্সন নিয়ে। আর এটি একেবারে নয়া চেহারা, নয়া ইঞ্জিন ও ফিচারে ভরপুর।
দাম ও ভ্যারিয়েন্ট
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন ডিজায়ার গাড়িটি পাওয়া যাচ্ছে মোট চারটি ভ্যারিয়েন্টে। আর সেগুলি হল – LXi, VXi, ZXi, এবং ZXi Plus। এই গাড়িটির এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 6.84 লক্ষ টাকা থেকে, যা গিয়ে ঠেকছে 10.19 লক্ষ টাকায়। এমনকি যারা সিএনজি ভ্যারিয়েন্টে গাড়ি খুঁজছেন, তাদের জন্য এর দাম শুরু হবে 8.89 লক্ষ টাকা থেকে।
ইঞ্জিন ও মাইলেজ
চতুর্থ প্রজন্মের ডিজায়ারে ব্যবহার করা হয়েছে, নতুন 1.2 লিটার 3 সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন। গাড়িটিতে হয়েছে 5-স্পিড ম্যানুয়াল ও 5-স্পিড AMT ট্রান্সমিশনের বিকল্প। আরো কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, পেট্রোল ভ্যারিয়েন্ট গাড়িটিতে পাওয়া যাবে 82 PS পাওয়ার ও 112 Nm টর্ক। আর সিএনজি ভ্যারিয়েন্ট মিলবে 70 PS পাওয়ার ও 102 Nm টর্ক। তবে সিএনজি ভ্যারিয়েন্ট কেবলমাত্র 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনে মিলবে।
সবথেকে বড় ব্যাপার, মাইলেজের দিক থেকে এই গাড়িটি প্রথম সারিতে। পেট্রোল ভ্যারিয়েন্ট মাইলেজ দিচ্ছে 24.79 কিমি. থেকে 25.71 কিমি. প্রতি লিটার, আর সিএনজিতে সেই মাইলেজ বেড়ে দাঁড়াচ্ছে 33.73 কিমি. প্রতি কেজি।
ফিচারে ভরপুর গাড়িটি
নতুন ডিজায়ারে শুধুমাত্র ইঞ্জিনের দিক থেকে নয়, বরং ফিচারেও ছাপ ফেলেছে। গাড়িটিতে রয়েছে 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, অ্যানালগ ড্রাইভার ডিসপ্লে। শুধু তাই নয়, থাকছে ইলেক্ট্রিক সানরুফ, ওয়ারলেস ফোন চার্জার এবং অটোমেটিক এসি ও রিয়ার AC ভেন্ট।
সুরক্ষায় নজর কাড়ছে গাড়িটি
নিরাপত্তার দিক থেকেও গাড়িটি একধাপ এগিয়ে রয়েছে। এটি মারুতি সুজুকির প্রথম গাড়ি, যেটি গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টে 5 স্টার রেটিং পেয়েছে। হ্যাঁ, সুরক্ষার জন্য গাড়িটিতে দেওয়া রয়েছে 6টি এয়ার ব্যাগ, ইলেকট্রিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, 360 ডিগ্রি ক্যামেরা, এমনকি রিয়ার পার্কিং সেন্সরসহ আরো বেশ কিছু ফিচার।
আরও পড়ুনঃ আরও সহজ উত্তরবঙ্গ ভ্রমণ, সময়ও লাগবে কম! বিরাট সুখবর দিল রেল
তাই যারা সেডান গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই ডিজায়ার হতে পারে নিঃসন্দেহে সেরা বিকল্প। কারণ সাশ্রয়ী দাম, অসাধারণ মাইলেজ এবং আধুনিক ফিচারের ছোঁয়ায় গাড়িটি সব দিক থেকেই এগিয়ে রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |