‘জরুরি পরিস্থিতিতে সব ছুটি বাতিল’, গরমের ছুটি নিয়েও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Published on:

Mamata Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: গোটা দেশজুড়ে এখন যুদ্ধকালীন পরিস্থিতি। পহেলগাঁও হামলার পর দেশজুড়ে যেভাবে হাওয়া গরম হয়ে উঠেছে, তার জবাব হাতেনাতে দিচ্ছে ভারতীয় আর্মি। অপারেশন সিঁদুরের মাধ্যমে এবার পাক অধিকৃত কাশ্মীরের ভিতরে প্রবেশ করে একে একে নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। আর এই রক্তাক্ত অভিযানের পর গোটা দেশের সঙ্গে তৎপর হয়েছে বাংলা প্রশাসনও। হ্যাঁ, এমনই এক জটিল পরিস্থিতিতে বড়সড় ঘোষণা করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কী বললেন মুখ্যমন্ত্রী?

সোমবার সন্ধ্যাবেলা সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে দেশ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে আমরা একমত হয়েছি। এখন আমাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। পুলিশ থেকে প্রশাসন, সবাইকে সতর্ক থাকতে হবে। এখনই দেশকে রক্ষা করার উপযুক্ত সময়। তাই জরুরি পরিস্থিতিতে সমস্ত ছুটি বাতিল করা হচ্ছে।

মমতা ব্যানার্জি আরো জানিয়েছেন, রাজ্যের প্রতিটি পুলিশ সুপার, জেলাশাসক, বিডিও এবং সংশ্লিষ্ট আধিকারিকদের আলাদাভাবে সতর্ক করা হয়েছে মোবিলিটি বাড়ানোর জন্য। এমনকি নজরদারি জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

গরমের ছুটি এগিয়ে আনার বার্তা মুখ্যমন্ত্রীর

এদিকে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা ব্যবস্থাতেও বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। ইংরেজি মাধ্যম স্কুলগুলিকে মৌখিকভাবে গরমের ছুটি এগিয়ে আনার অনুরোধ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বাচ্চারা বাড়িতে থাকলে ভালো হবে। নিরাপদে থাকবে। বাংলা মাধ্যম স্কুলে যেমন আগেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে, তেমনই ইংরেজি মাধ্যমেও আগে থেকে ছুটি দেওয়ার ব্যবস্থা করা হোক।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কেন্দ্রীয় স্তরেও বিরাট পদক্ষেপ

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যয়ের বৈঠক সেরে ফেলেছেন। বৈঠকের পর সেনা এবং আধা সামরিক বাহিনীর সমস্ত ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। সেনাবাহিনীর প্রধানকেও নির্দেশ দেওয়া হয়েছে যে, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন প্রস্তুতি বজায় রাখে।

10 মে পর্যন্ত বন্ধ নয়টি বিমানবন্দর

এদিকে অপারেশন সিঁদুরের পর নিরাপত্তার স্বার্থে ভারতের নয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর 10 মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল – জন্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চন্ডিগড় এবং রাজকোট।

আরও পড়ুনঃ পদে বহাল, হাইকোর্টে বিরাট জয় শিক্ষাকর্মীদের

ওদিকে অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের তরফ থেকে পাল্টা হুমকিও এসেছে। তারা জানিয়েছে, এই ঘটনার যোগ্য জবাব তারা উপযুক্ত সময়ে দেবে। ফলে তুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এখন দেখার, ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে গড়ায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥