সামান্য বিনিয়োগে ৩ বছরে সুদ পাবেন ১ লাখ, দারুণ অফার SBI-র রেকারিং ডিপোজিটে

Published on:

SBI Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: সামান্য টাকা সঞ্চয় করেই গড়ে তোলা যাচ্ছে মোটা অঙ্কের ফান্ড। হ্যাঁ, এবার সেই সুযোগ এনে দিয়েছে দেশের বৃহত্তর পাবলিক সেক্টর ব্যাঙ্ক – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Scheme)। জানা যাচ্ছে, এবার ভারতীয় স্টেট ব্যাঙ্ক চালু করেছে রেকারিং ডিপোজিট স্কিম, যার নাম হর ঘর লাখপতি। আর এই স্কিমটি ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বিরাট জনপ্রিয়তা লাভ করেছে।

স্কিমটির লক্ষ্য কী?

ভারতীয় স্টেট ব্যাঙ্ক এই স্কিমের মাধ্যমে এমন সঞ্চয় পরিকল্পনা করেছে, যেখানে প্রতি মাসে সামান্য কিছু টাকা জমা দিলেই কয়েক বছরের মধ্যে তা লক্ষাধিক টাকার ফান্ডে পরিণত হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে যারা ভবিষ্যতের জন্য বড় অঙ্কের ফান্ড গড়ে তুলতে চান, তাদের জন্য এটি হতে চলেছে সোনায় সোহাগা।

থাকছে 3 থেকে 10 বছরের ফান্ড তৈরি সুযোগ

এই স্কিমের ম্যাচিউরিটি পিরিয়ড সাধারণত 3 বছর থেকে 10 বছর পর্যন্ত। তবে আপনি চাইলে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বেছে নিতে পারেন। 3 বছরে যদি 1 লক্ষ টাকা তুলতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে মাত্র 2500 টাকা করে জমা দিতে হবে। এবার যদি 10 বছরের জন্য পরিকল্পনা করেন, তাহলে মাসে মাত্র 591 টাকা জমালেই 1 লক্ষ টাকার ফান্ড গড়ে তোলা যাবে।

কাদের জন্য এই স্কিম?

এই স্কিমের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, মাত্র 10 বছর বা তার বেশি বয়সের শিশুরাও এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবে। এমনকি যদি কোনও শিশুর বয়স 10 বছরের কম হয়, তাহলে অভিভাবকরাও তার সঙ্গে যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সুদের হারে মিলছে বাড়তি সুবিধা

ভারতীয় স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, এই রেকারিং ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের 6.75% হারে সুদ দেওয়া হবে। তবে যদি সিনিয়র সিটিজেনরা আবেদন করেন, তাহলে সেই সুদের হার বেড়ে 7.25%-এ পৌছোতে পারে। 

আরও পড়ুনঃ সোনা-রুপোর গায়ে আগুন, হু হু করে বাড়ছে দাম! দেখুন আজকের রেট

কীভাবে খুলবেন অ্যাকাউন্ট?

এই স্কিমের সুবিধা নিতে চাইলে আপনাকে প্রথমে নিকটস্থ কোনও ভারতীয় স্টেট ব্যাঙ্কের শাখায় গিয়ে কথা বলতে হবে। সেখানে গিয়েই আপনি সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে অ্যাকাউন্ট খোলার পর বর্তমান সুদের হারের ভিত্তিতে আপনার মাসিক কিস্তি নির্ধারণ করা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥