ভারত-পাক উত্তেজনার জের, বন্ধু পাকিস্তানের এয়ারস্পেস এড়িয়ে চলছে বাংলাদেশ

Published on:

Updated on:

bangladesh india pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগাগোড়াই একাধিক অসৎ তথ্য, মিথ্যাচার, ভুয়ো সাক্ষ্য সহ অন্যান্য উপায়ে সার্বিকভাবে ভারতকে প্যাঁচে ফেলার চেষ্টা করে চলা বাংলাদেশ (Bangladesh) পূর্বপুরুষের খুনি পাকিস্তানকে আপন করে নিয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত-পাক উত্তেজনার আবহে বারংবার নাক গলিয়েছে ওপার বাংলা। ভারতের বিরুদ্ধে চিনের সাথে কুচুটে পরিকল্পনা থেকে শুরু করে প্রতিবেশীর 7 রাজ্য দখল করে নেওয়ার মতো একাধিক হুমকি ভেসে এসেছে পদ্মা পাড়ের বাংলাদেশ থেকে।

এমতাবস্থায়, ভাই পাকিস্তানকে সমর্থন করতে গিয়ে এবার ফাঁপরে পড়েছে বাংলাদেশ! সূত্রের খবর, অপারেশন সিঁদুরের পর ভারতের আকাশপথে ওপার বাংলার বিমান চলাচল স্বাভাবিক থাকলেও ভয়ে বন্ধু পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক ও যাত্রীবাহী বিমানগুলি। বিশেষজ্ঞরা বলছেন, পাক আকাশ সীমা ব্যবহার করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে ওপার বাংলার বিমান সংস্থাগুলি।

পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলছে বাংলাদেশি বিমান

মঙ্গলবার মধ্যরাতে 26 জন নিরপরাধের খুনের বদলা বেছে বেছে নিয়েছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক মিসাইল বর্ষণ করে জঙ্গিঘাঁটি গুলিকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে ভারত। এমতাবস্থায়, পশ্চিম দিকের দেশে হামলার আশঙ্কায় একেবারে হুলুস্থুল কান্ড। এমতাবস্থায়, পাকিস্তানের সাথে সাথেই কাঁপছে বাংলাদেশও। ভারতের বিরুদ্ধে শয়তানির ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সন্ত্রাসবাদের আশ্রয়দাতার পাশাপাশি বুঝছেন ইউনূসেরাও।

সম্প্রতি বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান জানিয়েছেন, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে ঘুর পথে গন্তব্যে পৌঁছচ্ছে বাংলাদেশের বিমানগুলি। বিকল্প রুট ধরার কারণে নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে বিমানবন্দরে পৌঁছচ্ছে ফ্লাইটগুলি। যদিও ভারতের আকাশ সীমা ব্যবহারে কোনও সমস্যা নেই বলেই জানিয়ে দিয়েছে ওপার বাংলার একাধিক এয়ারলাইনস সংস্থা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: UPI অতীত, ১০ মে থেকে ক্যাশ ছাড়া আর মিলবে না পেট্রোল, ডিজেল! নয়া নিয়ম

ক্ষতি হচ্ছে বাংলাদেশের

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, দুই প্রতিবেশীর চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে না পারায় বিকল্প পথ ধরে একেবারে ঘুর রাস্তায় গন্তব্যে পৌঁছতে হচ্ছে বাংলাদেশের বিমানগুলিকে। যাকে বলে একেবারে নাক ঘুরিয়ে কান ধরা। বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, বিকল্প পথ ধরে গন্তব্যে পৌঁছতে অনেকটাই সময় লেগে যাচ্ছে ওপার বাংলার বিমানগুলির, যায় জেরে জ্বালানি খরচ বাড়ছে তরতরিয়ে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥