বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ ফাইনালে মোহনবাগানের বিপক্ষে বেঙ্গালুরুকে নতুন দিশা দেখিয়েছিলেন তিনি (Manipuri Footballer)। বারংবার বাগানের রক্ষণভাগের বাইরে থেকে সবুজ মেরুন ডিফেন্ডারদের পরীক্ষা নিচ্ছিলেন বেঙ্গালুরু এই তরুণ। ISL হারলেও সুনীল ছেত্রীর পর গত মরসুমে ISL-র 28 ম্যাচেই খেলেছেন তিনি। এবার সেই রোশন সিংকে নিয়েই বড় খবর উঠে আসছে।
সাম্প্রতিক সময়ে কলকাতা ময়দানের দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের তরফে রোশনের প্রতি আগ্রহের খবর সামনে এসেছিল। লাল হলুদ শিবির থেকে নিশু কুমারের বিদায়ের জল্পনার মাঝেই ইস্টবেঙ্গলের সাথে রোশনের চুক্তি হওয়ার সম্ভাবনা উসকে দিচ্ছিলেন অনেকেই। বেশ কিছু সূত্র আবার বাগানের আশিস রাইয়ের বিকল্প হিসেবে বেঙ্গালুরুর এই তুখড় ফুটবলারকে দেখছিলেন। এছাড়াও ISL-র আরও বেশকিছু শক্তিশালী দলের নজরে ছিলেন রোশন। এমতবস্থায়, সমস্ত জল্পনা পাল্টে দিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন এই মনিপুরী ফুটবলার।
বেঙ্গালুরুতেই থাকছেন রোশন!
ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দলের তরফে মোটা টাকার প্রস্তাব পাওয়া সত্বেও নাকি নিজেকে বিকোতে রাজি নন রোশন। শোনা যাচ্ছে, আগামী মরসুমেও বেঙ্গালুরুর হয়েই খেলতে পারেন তিনি। সূত্র মারফত যা খবর, 26 বছর বয়সি এই রাইট ব্যাক আগামী 4 বছরের জন্য বেঙ্গালুরু এফসিতেই থেকে যেতে চলেছেন। শোনা যাচ্ছে, রোশন যেহেতু প্রথম একাদশের ফুটবলার, তাই তাঁকে বাদ দিতে রাজি নয় বেঙ্গালুরু। খোঁজ নিয়ে জানা গেল, খুব শীঘ্রই আগামী 2029 সাল পর্যন্ত এই মনিপুরী ফুটবলারের সাথে চুক্তি বাড়াতে পারে সুনীল ছেত্রীদের দল।
অবশ্যই পড়ুন: KKR-র হারের মূল কালপ্রিটের নাম জানিয়ে দিলেন রাহানে
রোশন সিংয়ের বক্তব্য
সম্প্রতি নিজের ফুটবল কেরিয়ার নিয়ে আবেগি হয়েছিলেন রোশন। জাতীয় দলে খেলা তুখড় ফুটবলার বলেন, ফুটবল আমায় অনেক কিছু দিয়েছে। আমার অভিষেকও হয়েছিল মনে রাখার মতো। বল পায়ে বহু গোল পেয়েছি। স্মরণীয় অনেক স্মৃতি রয়েছে সতীর্থদের সাথে। সর্বোপরি এমন সমর্থকদের পেয়েছি যাদের আমি নিজের পরিবারের মতো মনে করি। নিজের ফুটবল জীবনে বহু পদক ও ট্রফি জিতেছি। তবে আমি সৌভাগ্যবান যে, ফুটবল আমাকে বাড়ি থেকে দূরেও একটি নতুন পরিবার, নতুন ঘর পাইয়ে দিয়েছে।