পাকিস্তান মুর্দাবাদ বলায় ছুরিকাঘাত ৮ বছরের শিশুকে! গ্রেফতার দুই যুবক, ভাইরাল ভিডিও

Published on:

Operation Sindoor

প্রীতি পোদ্দার, লখনউ: গত মঙ্গলবার মধ্যরাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) রীতিমত পাকিস্তানের ভিত কাঁপিয়ে দিয়েছে। কোনো ওয়ার্নিং ছাড়াই পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভিতরে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে ভারতীয় বাহিনী ২৪ টি ক্ষেপণাস্ত্র প্রেরণ করে। যার দরুন মাত্র ২৫ মিনিটের মধ্যে মোট ৯ টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ নস্যাৎ করে দেয়। ভারতের আকাশসীমা অতিক্রম না করেও নিখুঁত লক্ষ্য আঘাত হানে ভারতের রাফাল জেট। বেশ খুশি দেশবাসী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জঙ্গিদমনের সাফল্যে আনন্দিত দেশবাসী

এদিকে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ এর বিরাট সাফল্যে দেশ জুড়ে চলছে উদযাপন। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিভিন্ন দিকে রীতিমত আবির মেখে উৎসব হল ৷ কোথাও হল মিষ্টিমুখ ৷ আবার কোথাও ভারতীয় সেনার সুরক্ষার কামনায় পুজোও দেওয়া হল৷ আলতা-সিঁদুর বিলিও করা হল অপারেশন সিঁদুর-এর সাফল্য উদযাপনে ৷ কার্যত উৎসবের আবহ। জাতীয় পতাকা উড়িয়ে এই সাফল্যকে উদযাপন করেছেন স্কুলের পড়ুয়ারা শুরু করে বহু নাগরিক। সকলের গলায় জয় হিন্দ আর ভারতীয় সেনার প্রশংসা। আর এই আবহে উত্তরপ্রদেশে ঘটল আরেক ঘটনা।

শিশুকে ছুরির আঘাতের অভিযোগ!

আর পাঁচটা রাজ্যের মত উত্তরপ্রদেশে শাহজাহানপুরে যখন ভারতীয় সেনার সাফল্যে রীতিমত আনন্দমুখী হয়ে উঠেছে সেই সময় ওই অঞ্চলের একটি গ্রামে আতঙ্কের আবহ তৈরি হয়েছিল। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে আনন্দ উৎসবে যখন সবাই মাতোয়ারা তখন সুরজিত নামে ৮ বছরের একটি শিশু “হিন্দুস্তান জিন্দাবাদ” এবং “পাকিস্তান মুর্দাবাদ” স্লোগান দিতে শুরু করে। আর তখনই দুই যুবক মহিদ খান এবং তারই সহযোগী ওয়াসিম খান ওই শিশুটিকে ছুরি দিয়ে আক্রমণ করে। শুধু তাই নয় ওই দুই যুবক “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগানও দেয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তদন্তে পুলিশ প্রশাসন

মুহূর্তের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে। সঙ্গে সঙ্গে আহত শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে তাঁর অবস্থা এখন যথেষ্ট স্থিতিশীল। অন্যদিকে শাহজাহানপুর পুলিশ ঘটনায় যুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে তাঁরা পুলিশের হেফাজতে রয়েছে। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে পুলিশ।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group