সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি কোনও ফেডারেল ব্যাঙ্কের গ্রাহক? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। হ্যাঁ, 2025 সালের 1 জুন থেকে ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবার খরচ বাড়তে চলেছে (Bank Rules Changed)। জানা যাচ্ছে, নতুন নিয়ম অনুযায়ী ক্যাশ লেনদেন, এটিএম ব্যবহার, অ্যাকাউন্ট বন্ধের চার্জসহ আরও বেশ কিছু ক্ষেত্রে বাড়তি ফি গুনতে হবে। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন ক্ষেত্রে বাড়তি খরচ পোহাতে হবে সাধারণ গ্রাহকদের।
ক্যাশ লেনদেনের অতিরিক্ত চার্জ
সেভিংস অ্যাকাউন্টধারীরা এবার থেকে প্রতি মাসে 5টি ক্যাশ লেনদেন বা সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে লেনদেন করতে পারবে। এরপর থেকে প্রতি 1,000 টাকার ক্যাশ লেনদেনে 4 টাকা চার্জ গুনতে হবে এবং প্রতি লেনদেনে কমপক্ষে 100 টাকা কাটা হতে পারে।
গড় মাসিক ব্যালেন্স না রাখলেই জরিমানা
Club, Delight এবং রেসিডেন্ট সেভিংস অ্যাকাউন্টধারীদের জন্য এবার কমপক্ষে 5,000 টাকা ব্যালেন্স রাখা বাধ্যতামূলক করা হয়েছে। গড় ব্যালেন্স না রাখতে পারলে সাধারণ গ্রাহকদের 75 টাকা থেকে 375 টাকা জরিমানা করা হতে পারে এবং প্রবীণ নাগরিকদের 60 টাকা থেকে 300 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে হ্যাঁ, গ্রামাঞ্চলে এই জরিমানার হার কিছুটা কম। সেক্ষেত্রে সাধারণ গ্রাহকদের 60 থেকে 300 টাকা এবং প্রবীণ নাগরিকদের 50 থেকে 250 টাকা জরিমানা করা হবে।
এটিএম লেনদেনে বাড়তি খরচ
অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে এবার নির্দিষ্ট সীমার বেশি ট্রানজেকশন করলেই গুনতে হবে অতিরিক্ত চার্জ। জানা যাচ্ছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে 23 টাকা এবং অ-আর্থিক লেনদেনের ক্ষেত্রে 12 টাকা করে চার্জ গুনতে হবে। এমনকি কম ব্যালেন্সের কারণে ট্রানজেকশন ফেল হলে প্রতিক্ষেত্রে 25 টাকা করে চার্জ কাটা হবে। তবে হ্যাঁ, ফেডারেল ব্যাঙ্কের এটিএম-এ কোনওরকম চার্জ নেই।
চেক ফেরতের জন্য চার্জ
সূত্রের খবর, গ্রামাঞ্চল ও প্রবীণ নাগরিকরা যদি কোনও চেক ফেরত দেয়, তাহলে প্রতি ট্রানজেকশনে 400 টাকা এবং অন্যান্য গ্রাহকদের জন্য প্রতি ট্রানজেকশনে 500 টাকা করে চার্জ কাটা হবে।
লকার ভাড়ার চার্জ
যেমনটা জানা যাচ্ছে, গ্রামাঞ্চলের শাখায় ছোট লকারের জন্য বছরে 2,000 টাকা, মাঝারি লকারের জন্য 3,300 টাকা এবং বড় লকারের জন্য 5,550 টাকা চার্জ কাটা হবে। তবে শহর ও মেট্রো শাখায় ছোট লকারের জন্য 2,950 টাকা থেকে 5,000 টাকা, মাঝারি লকারের জন্য 3,950 টাকা থেকে 6,800 টাকা এবং বড় লকারের জন্য 7,400 টাকা থেকে 12,800 টাকা পর্যন্ত চার্জ কাটা হবে।
আরও পড়ুনঃ ৬৫৬ পদে কর্মী নিচ্ছে IDBI ব্যাঙ্ক, মিলবে মোটা মাইনেও! জানুন আবেদন পদ্ধতি
অ্যাকাউন্ট বন্ধের অতিরিক্ত খরচ
এবার থেকে যদি ছয় মাসের মধ্যে কোনও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, তাহলে 100 টাকা চার্জ গুনতে হবে। পাশাপাশি 6 থেকে 12 মাসের মধ্যে যদি অ্যাকাউন্ট বন্ধ করা হয়, তাহলে গ্রামাঞ্চল ও প্রবীণ নাগরিকদের জন্য 100 টাকা এবং অন্যান্য নাগরিকদের জন্য 300 টাকা করে চার্জ গুনতে হবে। তবে প্রথম ডিপোজিটের 14 দিনের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে কোনওরকম চার্জ লাগবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |