কৌশিক দত্ত, কলকাতা: বেজে গেল যুদ্ধের দামামা? ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানে যেন ত্রাহি ত্রাহি রব উঠেছে। বৃহস্পতিবার সকালে ভারতের তরফে পাকিস্তানের ১৫ জায়গায় ড্রোন হামলা (India attack) হয়। সবথেকে বড় বিষয় হল, পাকিস্তানি এয়ার ডিফেন্স এই ড্রোন হামলা রুখতে বার্থ হয়েছে।
ভারতের এমন কীর্তির পর পাকিস্তানও দুঃসাহস দেখানোর চেষ্টা করে। বৃহস্পতিবার রাত নামতেই পাকিস্তানের তরফে জম্মু, জয়সলমের সহ কয়েকটি জায়গা লক্ষ্য করে ড্রোন, মিসাইল অ্যাটাক করা হয়। পাশাপাশি পাকিস্তানি ফাইটার জেট জেএফ-১৭ ও ভারতের সীমা অতিক্রম করে।
তবে পাকিস্তানে মতো ঠুনকো এয়ার ডিফেন্স ছিল না ভারতের। এস ৪০০ নিজের কমাল দেখিয়ে পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলা বানচাল করে। পাশাপাশি পাকিস্তানের দুটি জেএফ ১৭ ধ্বংস করা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এক পাকিস্তানি পাইলট এখন ভারতের হাতে গ্রেফতার।
অন্যদিকে এবার খবর মিলছে যে, ভারতের আইএনএস ভিক্রান্ত অ্যাকশনে নেমেছে। বিভিন্ন মিডিয়া সূত্রের খবর অনুযায়ী, করাচি বন্দরে পাল্টা হানা চালিয়েছে ভিক্রান্ত। যার জেরে পাকিস্তানে ব্যাপক খয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, করাচি (Karachi port) ও ওরমার বন্দরে হামলা চালিয়েছে ভারতীয় নৌসেনা। এই দুই বন্দরে পাকিস্তানি নৌবাহিনীর মুখ্য অফিস রয়েছে বলে খবর। আর সেখানেই হামলা চালিয়ে ভারত তাদের বড়সড় ক্ষতি করে দিয়েছে।
রিপোর্ট আসছে …