স্বাধীন হল বালোচিস্তান! বড়সড় দাবি করে বসলেন বিখ্যাত সাহিত্যিক

Published on:

Pakistan Attack

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তান সীমান্তে এখন থমথমে উত্তেজনা। ভয়ে কাঁপছে আমজনতা। এই আবহে আন্তর্জাতিক মহলে হঠাৎ করেই শিরোনামে উঠে আসলো বিরাট এক দাবি। শোনা যাচ্ছে, বালোচিস্তান নাকি স্বাধীন (Balochistan Freedom) হয়ে গেছে! হ্যাঁ, এক্স-হ্যান্ডেলে এমনই এক চাঞ্চল্যকর দাবি করে বসেছেন বিখ্যাত বালোচ সাহিত্যিক মির ইয়ার বালোচ।

বিস্ফোরক বার্তা মির ইয়ার বালোচের

সূত্রের খবর, বুধবার রাতে বালোচিস্তানে পাক সেনাদের উপর পরপর দুটি আত্মঘাতী হামলা হয়েছে। আর এই আবহে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন মির ইয়ার বালোচ। খতিয়ে দেখা গেল, ভিডিওটি ছিল ভালো বালোচ লিবারেশন আর্মির (BLA) তরফে প্রকাশিত। আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে স্বাধীনতার ঘোষণা এবং সশস্ত্র জওয়ানদের দৃশ্য।

এই পোস্টে মির ইয়ার বালোচ লিখেছেন, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আমাদের একান্ত আবেদন, দিল্লিতে স্বাধীন বালোচিস্তানের দূতাবাসে স্থাপনের অনুমতি খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হোক। আর রাষ্ট্রসঙ্ঘের কাছেও একান্ত অনুরোধ, বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে খুব তাড়াতাড়ি স্বীকৃতি দেওয়া হোক। সেইসঙ্গে সেনাবাহিনী পাঠিয়ে পাক সেনাদেরকে হটিয়ে দেওয়া হোক।

পরপর বিস্ফোরণে কাঁপলো বালোচিস্তান

এদিকে স্বাধীনতার ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগেই বালোচিস্তানের দুই জায়গায় পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। প্রথমে বোলানের শোরকান্দ এলাকায় পাকিস্তান সেনাদের টার্গেট করে এক বিরাট বিস্ফোরণ ঘটানো হয়। সূত্রের খবর, এই বিস্ফোরণে প্রাণ হারান পাক সেনার স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান এবং সুবেদার উমর ফারুক সহ আরও ১২ জন দুষ্কৃতি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ঠিক এর কিছুক্ষণ পরেই কেছ এলাকার কুলাগ তিগরানে বিরাট এক রিমোট কন্ট্রোল বিস্ফোরণ ঘটানো হয়। যেখানে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডেরই ২ সদস্য জায়গায় প্রাণ হারান। বালোচ লিবারেশন আর্মি দাবি করছে, এই হামলাগুলি তাদের পরিকল্পিতই ছিল এবং এইভাবে তারা নিজেদের এলাকা থেকে সেনাদের হটিয়ে দিতে চাইছে।

এদিকে মিডিয়া আরও জানিয়েছে, এই মুহূর্তে বালোচ ভূখণ্ডের প্রায় ৩০ শতাংশ এলাকাই বালোচ লিবারেশন আর্মি (BLA) দখল করে ফেলেছে। তাদের দাবি, খুব শীঘ্রই এই এলাকাকে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হবে। এমনকি সেই রাষ্ট্রে থাকবে বালোচ মহিলাদের প্রতিনিধিত্ব।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥