সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত পাকিস্তান সীমান্ত চলছে উত্তেজনা (India Pakistan War Breaking News)। একের পর এক ড্রোন হানা, মিসাইল ছোড়া সবমিলিয়ে একেবারে টালমাটাল অবস্থা। যুদ্ধের ছায়া যেন দুই দেশই হাড়ে হাড়ে টের পাচ্ছে। এবার কুলুপ এঁটে বসে নেই ভারতও। অপারেশন সিঁদুর সফল হবে সম্পন্ন করার পর এবার পাক সেনার পোস্টকেও গুঁড়িয়ে দিয়েছে ভারত।
আর এই আবহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসলো ভারতীয় সেনার তরফে একটি অফিসিয়াল ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পাক সেনার একটি সামরিক পোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, লাইন অফ কন্ট্রোলের একাধিক জায়গায় পাকিস্তান সংঘর্ষ বিরোধী লঙ্ঘন করেছে।
কিন্তু না, এবার আর ধৈর্য ধরে বসে নেই ভারত। ধৈর্যের বাঁধ ভেঙেছে। ভারতীয় সেনা এবার নিশানা বানিয়ে ধ্বংস করে দিয়েছে সন্ত্রাসের সেই সামরিক ঘাঁটি। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, এই অভিযানের ব্যবহার করা হয়েছিল অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল।
ডোন হানার পাল্টা জবাব?
এটিকে বুধবার উত্তর-পশ্চিম সীমান্তের আমজনতা আতঙ্কে আতঙ্কে রাত কাটিয়েছে। পাকিস্তান সেনার তরফ থেকে একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত ছোড়া হয় ভারতকে লক্ষ্য করে। টার্গেট ছিল জম্মু, পাঠানকোট এবং উদামপুরের সেনাঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়া। তবে হ্যাঁ, ভারতীয় সেনারাও প্রত্যাঘ্যাত হানতে আঁটোসাঁটো হয়েই বসেছিল।
সূত্রের খবর, প্রায় 50 টি ড্রোনকে মাঝাকাশেই গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনারা। আর সবথেকে বড় ব্যাপার, কোনও ড্রোনই টার্গেট সফল করতে পারেনি। এমনকি কোনও সেনাঘাঁটির ক্ষয়ক্ষতিও হয়নি।
আরও পড়ুনঃ চিকেন’স নেক-এ ক্ষেপণাস্ত্র, ভারত-বাংলাদেশ সীমান্তে জারি কার্ফু! কড়া নির্দেশ BSF-র
বিএসএফ-র বিরাট সাফল্য
এদিকে সীমান্ত লাগোয়া জন্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা। কিন্তু সেই পরিকল্পনাও কার্যত ভেস্তে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। হ্যাঁ, তল্লাশির সময় হাতেনাতে ধরা পড়ে যায় জঙ্গিদের গোপন টানেল। এমনকি দ্রুততার সঙ্গেই ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী।
সূত্রের খবর, সাম্প্রতিক এই উত্তেজনার জেরে সীমান্ত সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। জন্মু ও শ্রীনগর থেকে শুরু করে পাঞ্জাব, রাজস্থানের বেশ কিছু অংশ পর্যন্ত এই ব্ল্যাকআউট জারি ছিল। আশঙ্কা করা হচ্ছিল, পাক ড্রোন হামলা হতে পারে শহরগুলির ওপর। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির হদিশ মেলেনি।