প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন আকাশছোঁয়া হয়ে পড়ছে। চাল, ডাল এমনকি গ্যাসের দামও যেন হুড়মুড়িয়ে বাড়ছে। এমনিতেই একাধিক সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ, তার উপর আরও এক জটিল সমস্যা সাধারণ মানুষের চাপ আরও বাড়াতে চলেছে। জানা গিয়েছে কলকাতার রাস্তায় এবার তবে তিনদিন বেসরকারি বাস বন্ধ হতে চলেছে।
রাজপথে বাস বন্ধের হুঁশিয়ারি!
ট্রেন থেকে নেমে তাড়াহুড়ো করে অথবা বাড়ি থেকে সরাসরি বাসে (Bus Service In Kolkata) করে অনেক অফিসযাত্রীরাই তাঁদের গন্তব্যে পৌঁছয়। এককথায় বলা যায় অফিস যাত্রীদের কাছে বেসরকারি বাস একটা বড় লাইফলাইন। কিন্তু এবার সেই বাসই কলকাতার বুকে বন্ধ হতে বসেছে। তাও আবার তিন দিন। কারণ একটাই আর তা হল বিগত কয়েক মাস ধরে বাস ভাড়া বাড়ছে না সেই অনুপাতে। তাই শহরের রাস্তায় বেসরকারি বাস না নামানোর হুঁশিয়ারি দিল বেসরকারি বাস মালিক সংগঠন।
পাঁচ দফা দাবি বাস মালিক সংগঠনের
সূত্রের খবর, বেসরকারি বাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি রাখা হয়েছে। যার মধ্যে একদিকে যেমন মেয়াদ উত্তীর্ণ বাসের দু’বছরের সময়সীমা বৃদ্ধি থেকে শুরু করে ভাড়া বৃদ্ধি রয়েছে ঠিক তেমনই পুলিশি জুলুম-সহ নানা অভিযোগ নিয়ে দাবি জানানো হয়েছে। এবং বলা হয়েছে যদি সেই দাবি পূরণ না হয় তাহলে টানা তিনদিন বাস কলকাতার রাজপথে নামবে না। ইতিমধ্যেই এই পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।
তিন দিন বন্ধ থাকবে বেসরকারি বাস
বেসরকারি বাস মালিকদের সংগঠনেরপক্ষ থেকে বলা হয়েছে যদি এই পাঁচ দফা দাবি সংক্রান্ত আবেদন আগামী ২০ মে এর মধ্যে প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর না দেয় তাহলে আগামী ২২, ২৩, ২৪ মে বাস পরিষেবা বন্ধ করবে পাঁচটি বেসরকারি বাস–মিনিবাস সংগঠনের মঞ্চ পরিবহণ বাঁচাও কমিটি। জানা গিয়েছে এই পরিবহণ বাঁচাও কমিটির মধ্যে রয়েছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্টারা রিজন বাস অ্যাসোসিয়েশন। তাঁদের তরফে যৌথভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এদিন এই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়ে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সেক্রেটারি তপন বন্দ্যোপাধ্যায় এবং বাস-মিনিবাস অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রদীপ বসু মুখ খোলেন। তাঁদের সাফ কথা, মেয়াদ উত্তীর্ণ বাসের ক্ষেত্রে ভাবনাচিন্তা করুক সরকার। অন্তত ২ বছর সময় বাড়াক সরকার। ২০১৮ সালের পর থেকে ভাড়া বাড়েনি। তাই ভাড়া বাড়ানো হোক। একইসঙ্গে পুলিশি ‘জুলুম’ বন্ধের বিষয়েও সরব হয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ ফের বাড়ল গরমের ছুটির মেয়াদ! কবে খুলবে স্কুল? জানিয়ে দিল শিক্ষা দফতর
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শহরে বেসরকারি বাসের সংখ্যা অনেকটাই কমেছে। আগে যেখানে রাজপথ জুড়ে একাধিক বাসের আনাগোনা দেখা যেত, এখন সেটি অনেক কম দেখা যায়। আসলে ১৫ বছরের বেশি বাসগুলিকে বসিয়ে দিতে বলা হয়েছে সেই কারণে এই পরিণতি। এদিকে এই পরিস্থিতিতে রাজ্য সরকার বেসরকারি বাসের ভাড়া বাড়াতে নারাজ। কারণ তাহলে সাধারণ মানুষের উপর চাপ পড়বে। তাই এবার বেসরকারি বাস মালিকদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে তিনদিন বাস বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |