বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে নানান কুচুটে বুদ্ধি এঁটে চিরকালই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে এসেছে পাকিস্তান। যার ফলস্বরূপ, মুম্বই 26/11 সন্ত্রাসবাদি হামলা, পুলওয়ামা জঙ্গি হামলা, পহেলগাঁও হামলার মতো একাধিক নক্কারজনক ঘটনায় প্রাণ গিয়েছে বহু ভারতীয়র। যার জেরে পশ্চিম দিকের দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য একেবারে তলানিতে ঠেকেছে। প্রভাব পড়েছে ক্রিকেট মহলেও। চলমান উত্তেজনার কারণে দীর্ঘ বহু বছর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান।
তবে বাধ্য হয়েই ICC বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফির মতো আন্তর্জাতিক মঞ্চগুলিতে নামতে হয় পাকিস্তানের বিরুদ্ধে। তবে অনেকেই হয়তো জানেন না, আন্তর্জাতিক ক্রিকেটে এমন একটি ম্যাচ রয়েছে, যা মূলত ভারত-পাকিস্তান কার্গিল যুদ্ধের সময় অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, তবে তা একেবারেই দ্বিপাক্ষিক সিরিজ নয়, 1999 সালে ওদেশের সাথে কার্গিল যুদ্ধ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে নেমেছিল ভারত।
কার্গিল যুদ্ধ চলাকালীন পাকিস্তানকে ছাতু করেছিল টিম ইন্ডিয়া
অনেকেই হয়তো ভুলে গিয়েছেন, 1999 সালে ভারত-পাক কার্গিল যুদ্ধ চলাকালীন ম্যানচেস্টারে ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে সম্মুখ সমরে উপস্থিত হয়েছিল ভারত ও পাকিস্তান দল। সে বছর 26 জুলাই পর্যন্ত চলেছিল সীমান্ত যুদ্ধ। আর পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপের এই ম্যাচ আয়োজিত হয়েছিল 8 জুন। যখন একেবারে পুরোদমে চলছে দ্বীপাক্ষিক সংঘর্ষ।
অবশ্যই পড়ুন: দেশের ঊর্ধ্বে কিচ্ছু নয়! ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL
এদিন বিশ্বকাপের এ দলে থাকা ভারত বি দল পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করে। পাক পেসারদের বিরুদ্ধে আগুন ঝরালেও বড় রানের লক্ষ্য গড়তে ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া। সেই আসরে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 227 রান করেছিল ভারত। এদিন প্রাক্তন তারকা রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে 89 বলে 61 রানের যোগদান পেয়েছিল দল।
অন্যদিকে, শচীনের ব্যাট ঘুরে 45 রান যোগ হয়েছিল ভারতের ঝুলিতে। পরবর্তীতে প্রতিদ্বন্ধীর লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 45.3 ওভারে 180 রান করে গুটিয়ে যায় গ্রিন আর্মি। জয় হয় ভারতের। বলা বাহুল্য, 1999 সালের স্মরণীয় সময়ে কার্গিল যুদ্ধের পাশাপাশি 22 গজে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস লিখেছিল ভারত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |