আগেই হয়েছিল ভারত-পাক সংঘাতের ভবিষ্যদ্বাণী! আসন্ন ২৫মে শুরু হবে কুরুক্ষেত্রের মতো যুদ্ধ! জানালেন স্বামী ইয়ো

Published:

Swami Yo had predicted the India-Pakistan war in advance
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান মহাযুদ্ধের ভবিষ্যদ্বাণী হয়ে গিয়েছে অনেক আগেই। প্রতিবেশীর সাথে যুদ্ধ বাঁধতে পারে, এ কথা যখন কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি, সেই সময়ে মে মাসের ভবিষ্যৎ কথা জানিয়ে দিয়েছিলেন এক মহারথী(Swami Yo)। হ্যাঁ, সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার দ্য রনবীর শোতে হাজির হয়েছিলেন আধ্যাত্বিক এবং জ্যোতিষী রূপে পরিচিত স্বামী যোগেশ্বরানন্দ গিরি।

সেখানেই ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছিলেন তিনি। বলা বাহুল্য, ভবিষ্যৎ সম্পর্কে তাঁর অন্তর্দৃষ্টির জন্যই বহু অনুরাগী তাঁকে ভগবানের রূপ হিসেবে দেখেন! আর সেই যোগেশ্বরানন্দ ওরফে স্বামী ইয়ো পাকিস্তানের সাথে চলমান সংঘর্ষের কথা অনেক আগেই জানিয়েছিলেন। সেই সাথেই, আগামী 25 মে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী রেখেছিলেন তিনি। বর্তমানে সে কথাই কার্যত কাটায় কাটায় মিলে যাচ্ছে!

ঠিক কী জানিয়েছিলেন স্বামী ইয়ো?

অতি সম্প্রতি, ইউটিউবার রনবীরের জনপ্রিয় পডকাস্ট শোতে হাজির হয়েছিলেন জ্যোতিষ রূপে খ্যাত যোগেশ্বরানন্দ। সেখানেই বিশ্বের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন তিনি। পডকাস্ট চলাকালীন গিরির সবচেয়ে বড় দাবি ছিল, আগামী 25 মে মহাযুদ্ধ শুরু হবে। শুরুর দিকে, স্বামী ইয়োর ভবিষ্যৎ কথায় সেভাবে কান দেননি কেউই। অনেকেই আবার হাসির ছলে গোটা বিষয়টিকে নিয়েছিলেন। তবে 7 মে পাকিস্তানের সামরিক অভিযান অর্থাৎ অপারেশন সিঁদুরের পর, সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন অনেকেই।

গত মঙ্গলবার মধ্যরাতে আচমকা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক মিসাইল বর্ষণ করে ভারতীয় বায়ু সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় 9টি পাক জঙ্গিঘাঁটি। মৃত্যু হয় কমপক্ষে 100 জন কুখ্যাত সন্ত্রাসীর। আর এই ঘটনার পরই মুখে না বললেও, মনে মনে ভয় ধরতে শুরু করেছে অনেকেরই। জঙ্গি দমনে ভারতের বড় পদক্ষেপের পর আহাম্মক পাকিস্তান আঘাত হেনেছে জম্মু ও কাশ্মীরের নিরীহ মানুষের ওপর।

যার জবাব ইতি মধ্যেই দিয়েছে দিল্লি। পাকিস্তানের তরফে মিসাইল হামলার ছক বানচাল থেকে শুরু করে সেদেশের একাধিক অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারতীয় বারুদ। এমতাবস্থায়, যেন যুদ্ধের দিকে এগোচ্ছে পরিস্থিতি। আর এই আবহেই কার্যত মন্ত্রের মতো কাজ করছে রনবীরের পটকাস্ট শোয়ে বলা স্বামী ইয়োর ভবিষ্যদ্বাণী।

অবশ্যই পড়ুন: সিনিয়র দলের শক্তি বাড়াতে মোহনবাগানের ভরসা এই দুই তরুণ ফুটবলার! বাড়ানো হবে চুক্তি

বুধবার, রনবীর এলাহাবাদিয়া নিজের এক্স হ্যান্ডেলে স্বামী ইয়োর সেই পডকাস্টের একটি ছোট অংশ শেয়ার করেছেন। ভিডিওটিতে অভিজ্ঞ জ্যোতিষবিদ তথা জ্যোতিষ জ্ঞানে পরিপূর্ণ যোগেশ্বরানন্দকে বলতে শোনা যায়, 25 মে… 25 মে মহাযুদ্ধ শুরু হবে! 30 মে নাগাদ গ্রহগুলি সারিবদ্ধ ভাবে অবস্থান করবে। জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে, এই সারিবদ্ধ অবস্থানে থাকবে মূলত 6টি গৃহ। পূর্বে মহাভারত এবং অন্যান্য বড় যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সময় গ্রহগুলি এমন অবস্থানে এসেছিল। এই সারিবদ্ধতা ভারতের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত নির্দেশ করছে এবং আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, এটি স্বর্ণযুগের সূচনা করবে।

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join