ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ! এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে সেরা অফার

Published on:

Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগের জন্য সবথেকে জনপ্রিয় এবং নিরাপদ মাধ্যমগুলির মধ্যে একটি হল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। তবে আপনি যদি স্থায়ী আমানতে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে সবার আগে জানা জরুরি যে, কোন ব্যাঙ্ক সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে। হ্যাঁ, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এপ্রিল মাসের মনিটরি পলিসি কমিটির বৈঠকের পর রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এর আবহে বেশ কিছু ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার সামান্য কমিয়ে দিয়েছে। তবে এখনো এমন কিছু ব্যাঙ্ক রয়েছে, যারা উচ্চ হারে সুদ প্রদান করছে। চলুন দেখে নেওয়া যাক, 2025 সালে কোন কোন ব্যাঙ্ক সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে তাদের ফিক্সড ডিপোজিট স্কিমে। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI সর্বোচ্চ হারে সুদ দিচ্ছে। তারা সাধারণ নাগরিকদের জন্য 6.75% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.25% হারে সুদ দিচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 390 দিন মেয়াদের এফডি স্কিমে সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে। জানা যাচ্ছে, এই স্কিমে সাধারণ নাগরিকরা 7.10% এবং সিনিয়র সিটিজেনরা 7.7% হারে সুদ পাচ্ছে।

HDFC ব্যাঙ্ক

এই প্রাইভেট ব্যাঙ্কটি বর্তমানে 15 থেকে 21 মাসের মেয়াদের এফডি স্কিমে সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে। হ্যাঁ, সাধারণ নাগরিকদের 7.05% এবং সিনিয়র সিটিজেনদের 7.55% হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। 

ICICI ব্যাঙ্ক

এই ব্যাঙ্কটি 18 মাস থেকে 2 বছর মেয়াদের এফডি স্কিমে সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে। জানা যাচ্ছে এই স্কিমে সাধারণ গ্রাহকরা 7.05% এবং সিনিয়র সিটিজেনরা 7.55% হারে সুদ পাবে।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক

এই ব্যাঙ্কটি 391 দিন থেকে 23 মাস মেয়াদের এফডি স্কিমে সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে। এই স্কিমে সাধারণ নাগরিকরা 7.15 শতাংশ সুদ পাচ্ছে এবং সিনিয়র সিটিজেনরা 7.65% হারে সুদ পাচ্ছে।

ফেডারেল ব্যাঙ্ক

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, ফেডারেল ব্যাঙ্কের 444 দিন মেয়াদের এফডি স্কিমে সবথেকে বেশি হারে সুদ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই স্কিমে সাধারণ গ্রাহকরা 7.15% এবং সিনিয়র সিটিজেনরা 7.65% হারে সুদ পাচ্ছে।

আরও পড়ুনঃ ২ লক্ষ টাকা বিনিয়োগ হয়ে যাবে ৬ লাখ! দুর্দান্ত স্কিম পোস্ট অফিসের

তাই বর্তমানে মুদ্রাস্ফীতির বাজারে যখন বিভিন্ন ব্যাঙ্ক সুদের হার কমিয়ে আনছে, তখন ফিক্সড ডিপোজিটে এই ব্যাঙ্কগুলি সবথেকে বেশি হারে সুদ দেওয়ার চেষ্টা করছে। তাই বুঝেশুনে স্কিমগুলিতে বিনিয়োগ করুন। কারণ এই ব্যাঙ্কগুলোতে ফিক্সড ডিপোজিট করলে ভবিষ্যতে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group