দেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে না! নয়া দিল্লির পাশে আরেক দেশ

Published:

nepal army
Follow

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে রীতিমত যুদ্ধ পরিস্থিতি (India Pakistan Tension) তৈরি হয়েছে দেশ জুড়ে। গত ২২ এপ্রিল ২৬ জন সাধারণের প্রাণ কেড়ে নিয়েছিল সন্ত্রাসবাদীরা। ধর্ম জেনে হত্যা করা হয়েছিল সেই নিরীহ পর্যটকদের। আর সেই ঘটনার বদলা নিতেই ভারতীয় সেনা অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল। গত মঙ্গলবার মধ্যরাতে মাত্র ২৫ মিনিটের ব্যবধানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আর তাতেই জ্বলে পুড়ে উঠল পাকিস্তান।

ক্রমেই বাড়ছে ভারত পাক যুদ্ধের মেজাজ

কিছুতেই ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এর প্রত্যাঘাত মেনে নিতে পারছে না পাকিস্তান। কারণ লস্কর-জইশ-হিজবুলের জঙ্গিদের আঁতুরঘর যে ধ্বংস হয়েছে সেটা পাকিস্তানের কাছে খুবই দুঃখের। যদিও সেই কথা মুখে প্রকাশ করতে নারাজ। তাদের দাবি ভারতের এই হামলায় নিহত হয়েছে সাধারণ মানুষ , সেই নিরিখে তারাও পাল্টা জবাব দেওয়ার জন্য উঠে পড়ে লাগল। একের পর এক গুলির লড়াই হয়েই চলেছে ভারত পাক সীমান্তে। যদিও পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা। যুদ্ধ মেজাজের পরিস্থিতি ক্রমেই যেন বেড়েই চলেছে।

পাকিস্তানের পাশে দাঁড়াল তুরস্ক

এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধের আবহে বিশ্বের বাকি দেশগুলির মধ্যে নানা প্রভাব পড়েছে। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী দুই দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেছে। ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রিউভেন আজার ভারতের অপারেশন সিঁদুর অভিযান নিয়ে জানিয়েছিল যে, ‘সন্ত্রাসীদের জানা উচিত, নিরীহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকার কোনো স্থান নেই।’ অন্যদিকে আবার এই হামলায় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। এমনকি পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক। আর এবার ভারতের পাশে এসে দাঁড়াল প্রতিবেশ দেশ নেপাল।

আরও পড়ুনঃ IPL অনুষ্ঠিত হবে এই দেশে! BCCI-র কাছে গেল প্রস্তাব

ভারতকে সমর্থন করল নেপাল

সূত্রের খবর, গতকাল অর্থাৎ শুক্রবার, “অপারেশন সিঁদুর” সম্পর্কে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে ব্যাখ্যা করেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব। সবকিছু বিস্তারিত জানার পর সেই সময় প্রতিবেশীদের বিরুদ্ধে ভূখণ্ড ব্যবহার রোধ করার আশ্বাস দিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এর সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই লড়াইকে সমর্থন জানান তিনি এবং ভারতের অপারেশন সিঁদুরকে মন থেকে সমর্থন জানান নেপালের প্রধানমন্ত্রী। তবে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join