১ জুন থেকে বিরাট পরিবর্তন আনছে রাজ্য সরকার, বদলে যাচ্ছে ট্র্যাফিক চালান দেওয়ার নিয়ম

Published on:

traffic challan

সহেলি মিত্র, কলকাতা: ট্র্যাফিক ব্যবস্থা সামাল দিতে এবার আরও বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ক্রমবর্ধমান ট্র্যাফিক লঙ্ঘন এবং চালানের (Traffic Challan) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য, রাজ্য সরকার ‘সংযোগ’ পোর্টাল আনল। এই পোর্টালের মাধ্যমে আগামী দিনে জরিমানা থেকে শুরু করে ‘No Objection’ সার্টিফিকেট চাওয়া সহ আরো অন্যান্য কাজ করা হবে মূলত এখন সকলের জন্য এই পোর্টালের মাধ্যমে নিজেকে রেজিস্টার করা বাধ্যতামূলক করল সরকার। আসলে এটি একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম যা আইটি অ্যান্ড ই বিভাগের সহযোগিতায় ও বাংলার পরিবহন দফতরের তরফে তৈরি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

‘সংযোগ’ পোর্টাল আনল রাজ্য

মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হাই ভোল্টেজ বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার লক্ষ্য যানবাহন নিয়ন্ত্রণকে সুগম করা, আরও ভালো চালান পেমেন্ট এবং ট্র্যাকিং প্রক্রিয়া সম্পূর্ণ পেপারলেস করা। পরিবহন সচিব সৌমিত্র মোহন কর্তৃক জারি করা এই আদেশে ইলেকট্রনিক তদারকি ব্যবস্থার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে যেখানে নিবন্ধনকারী এবং লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ উভয়ই তাৎক্ষণিকভাবে বিচারাধীন চালান দেখতে পারবে।

শুধু তাই নয়, সাধারণ মানুষ এখন এনফোর্সমেন্ট অফিসে না গিয়েই GRIPS পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জরিমানা পরিশোধ করতে পারবে। জরিমানার পরিমাণ যথাযথ হিসাব খাতে সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়া নিশ্চিত করার জন্য এই ব্যবস্থাটি তৈরি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার পর, রাজ্য ঘোষণা করেছে যে কোনও অটো নির্গমন পরীক্ষা কেন্দ্র অমীমাংসিত চালানযুক্ত যানবাহনকে দূষণ শংসাপত্র জারি করবে না এবং বিচারাধীন মামলাগুলি নিষ্পত্তি না হওয়া বা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ না করা পর্যন্ত কোনও ফিটনেস শংসাপত্র অবধি দেওয়া হবে না। গুরুত্বপূর্ণ বিষয় হল, একবার চালান বুক করা হয়ে গেলে, গাড়ির মালিক যেকোনো সময় অনলাইনে জরিমানা দিতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নিয়ম লাগু হবে ১ জুন থেকে

সূত্রের খবর, রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ও পরিবহন দপ্তর কে আগামী একজন থেকে এই ইউনিফাইড ই চালান ব্যবস্থা শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যেখানে জানিয়ে রাখা ভালো প্রাইভেট ভেহিকেল বা কমার্শিয়াল সব ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম কার্যকর হতে চলেছে। নির্দেশিকায় সাফ সাফ বলা হয়েছে, চালান এবং ট্র্যাকিং পুরোটা ইলেকট্রনিক করার লক্ষ্য হলো যাতে রেজিস্টারিং ও লাইসেন্সিং অথরিটি সংশ্লিষ্ট গাড়ি স্ট্যাটাস চেক করতে পারেন। এর পাশাপাশি যানবাহনের রেগুলেশান-এর ক্ষেত্রে দ্রুত পরিষেবা ফাইনের টাকা যাতে রাজ্যের কোষাগারে সরাসরি জমা পড়ে তা নিশ্চিত করা ও বিভিন্ন জায়গায় গিয়ে পেমেন্ট বা আবেদনের হাঙ্গামা কমানো।

আরও পড়ুনঃ IPL 2025 স্থগিতাদেশের মাঝেই KKR ভক্তদের জন্য চরম দুঃসংবাদ!

নতুন পোর্টালে যে কোনও সময় অনলাইনে পেমেন্ট করার সুযোগ থাকবে। এছাড়া বকেয়া টাকা মেটানোর সুযোগ থাকবে। শুধু এখানে জানিয়ে রাখা দরকার সময়ের মধ্যে পেমেন্ট না করলে বা পেমেন্ট বাকি থাকলে সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সার্ভিস কিন্তু আটকে যাবে। শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা ও তুলে নেওয়ার ক্ষেত্রে তা বিবেচনা করা হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group