উচ্চ মাধ্যমিকের পর সেরা ৫টি স্কলারশিপ! মিলবে মোটা স্টাইপেন্ড, যে কেউ করতে পারে আবেদন

Published:

scholarship
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। কলেজে ভর্তি হবে সবাই। তবে কলেজ জীবনে পা রাখা মানে তো এক নতুন অধ্যায়ের সাক্ষী হওয়া। মাথায় হাজার স্বপ্ন, ভেতরে আগ্রহ। কিন্তু মাঝে একটাই বাধা হয়ে থাকে – আর্থিক সমস্যা। অনেক মেধাবী পড়ুয়া স্বপ্ন দেখেও থমকে যায় শুধু টাকার অভাবে। তবে সেই স্বপ্ন বাস্তবে পূরণ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। 

হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার সহ কিছু প্রতিষ্ঠান নিয়ে এসেছে অসাধারণ কিছু স্কলারশিপ (Scholarship), যা শুধুমাত্র অর্থনৈতিক সাহায্য করবে না, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎকেও নিশ্চিত করে দেবে। আজ আমরা এমনই পাঁচটি স্কলারশিপের কথা বলব, যা উচ্চ মাধ্যমিক পাস করলেই মেলে। 

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ | SVMCM Scholarship |

কম বেশি সবাই এই স্কলারশিপ সম্পর্কে অবগত। এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আশীর্বাদ। রাজ্য সরকারের এই স্কলারশিপে স্নাতক স্তরে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা মোটা অঙ্কের স্টাইপেন্ড পেয়ে থাকে। তবে হ্যাঁ, এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 

পাশাপাশি উচ্চমাধ্যমিকে ন্যূনতম 60% নম্বর পেতে হবে। পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং অন্য কোনও সরকারি স্কলারশিপ পাওয়া যাবে না। আর এই স্কলারশিপে প্রতি বছর 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়। 

নবান্ন স্কলারশিপ | Nabanna Scholarship |

যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 60% নম্বরের শর্ত পূরণ করতে পারেনা, কিন্তু টাকার সমস্যায় ভুগছে, তাদের জন্য রয়েছে বিকল্প রাস্তা। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহায়তা – নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 

পাশাপাশি উচ্চ মাধ্যমিকে 50% এর বেশি, কিন্তু 60% এর কম নম্বর পেতে হবে। এমনকি পরিবারের বার্ষিক আয় 1.2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। আর এই স্কলারশিপে প্রতি বছর 10 হাজার টাকা করে অর্থ সাহায্য করা হয়।

ওয়েসিস স্কলারশিপ | OASIS Scholarship |

SC/ST/OBC ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গ সরকারের বিরাট উদ্যোগ। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং SC/ST/OBC ক্যাটাগরি হলেই এই স্কলারশিপে আবেদন করা যায়। তবে উচ্চ মাধ্যমিকের পর যেকোনো সরকারি কোর্সে ভর্তি হতে হবে। আর এই স্কলারশিপে কোর্স অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে আর্থিক সহায়তা করা হয়।

ঐক্যশ্রী স্কলারশিপ | Aikyashree Scholarship |

সংখ্যালঘু সম্প্রদায়দের জন্য এই স্কলারশিপটি সেরা বিকল্প। মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০% নম্বর, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এবং বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হয় এই স্কলারশিপ পাওয়ার জন্য। জানা যাচ্ছে, এই স্কলারশিপে প্রতিবছর 2,250 টাকা থেকে 33,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়।

কাইন্ড স্কলারশিপ | Kind Scholarship |

এটি একটি বেসরকারি প্ল্যাটফর্ম থেকে দেওয়া স্কলারশিপ, যা জাতীয় স্তরেও দেওয়া হয়। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাও এখানে আবেদন করতে পারে। এই স্কলারশিপ পেতে গেলে উচ্চ মাধ্যমিকে 60% বা তার বেশি নম্বর পেতে হবে, বার্ষিক আয় 4 থেকে 6 লক্ষ টাকার মধ্যে হতে হবে। যোগ্যতা অনুযায়ী এই স্কলারশিপে প্রতিবছর 6,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশেই এবার পলিটেকনিক কোর্স! আবেদনের শেষ দিন কবে? দেখে নিন নোটিস

এক কথায় উচ্চশিক্ষা মানেই নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তোলা। তবে অর্থের অভাবে যাতে স্বপ্নভঙ্গ না হয়, সেই উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ। তাই সময় থাকতে আবেদন করুন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করে ফেলুন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join