সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই যেন অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে প্রত্যাশা বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কবে যে এই নতুন পে কমিশন লাগু হবে সেই নিয়ে দিন গুনছেন সকলে। একবার এই নতুন পে কমিশন লাগু হলে ডিএ থেকে শুরু করে বেতন ও আরও অন্যান্য সুবিধা এক লাফে অনেকটাই বাড়বে। তবে এবার এই বেতন বৃদ্ধি প্রসঙ্গে সামনে উঠে আসছে বড় খবর। বেতন হয়তো খুব বেশি নাও বাড়তে পারে সরকারি কর্মীদের। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
অষ্টম বেতন পে কমিশন নিয়ে বড় আপডট
৮ম বেতন কমিশনের অনুমোদনের পর, কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলিতে ফিটমেন্ট ফ্যাক্টর কী হবে তা জানার জন্য অপেক্ষা করছেন। আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকার এই বছরের ডিসেম্বরে ৮ম কেন্দ্রীয় বেতন কমিশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এমনও খবর রয়েছে যে নতুন কমিশনের পদগুলি শীঘ্রই পূরণ করা হবে।
সরকার অষ্টম বেতন কমিশনের উপদেষ্টা এবং চেয়ারম্যানের পদ সহ ৪২টি শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করেছে। আশা করা হচ্ছে যে টার্ম অফ রেফারেন্স (টিওআর) চূড়ান্ত হওয়ার পরে, ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ সহ অন্যান্য দিকগুলিতে কাজ শুরু হবে। বেতন এবং পেনশন গণনার জন্য ফিটমেন্ট ফ্যাক্টর একটি বিশেষ ফ্যাক্টর। নতুন বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সংশোধিত মূল বেতন গণনা করার জন্য ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়। ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করে যে পুরানো বেতন কাঠামো থেকে নতুন বেতন কাঠামোতে কতটা বৃদ্ধি করা যেতে পারে।
আরও পড়ুনঃ খেল দেখাল বিসিসিআই! PSL নিয়ে ভিখারি PCB-কে লাথি মারল ECB
বুঝতে হবে ফিটমেন্ট ফ্যাক্টর
যখন সরকার ষষ্ঠ বেতন কমিশন বাস্তবায়ন করেছিল। সেই সময়, প্রায় ১.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদিত হয়েছিল, কিন্তু মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে, বেতন রেকর্ড ৫৪ শতাংশ বৃদ্ধি পায়। অন্যদিকে, সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ কার্যকর করা হয়েছিল। কিন্তু কর্মচারীদের ন্যূনতম বেতন মাত্র ১৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ থেকে একটা কথা স্পষ্ট যে, শুধু ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে বেতন বাড়বে না। সরকার যদি এবার ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়ন করে, তাহলে কর্মচারীদের মূল বেতন বৃদ্ধির প্রয়োজন নেই। যদিও আগামী দিনে সরকার বেতন বৃদ্ধি করে কিনা সেদিকে নজর থাকবে সকলের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |