গুলিতে নয়, ডুবে মরবে পাকিস্তান! শো শো শব্দে ফুঁসছে চেনাব, ভয়ঙ্কর সিদ্ধান্ত ভারতের

Published on:

Bagilhar Dam have been opened, Pakistan may be flooded by the waters of the Chenab River

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরুটা করেছিল বেহায়া পাকিস্তান! কাশ্মীরের মাটিতে 26 জন নিরাপরাধকে হত্যা করে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা। তবে, দেশের মহিলাদের সিঁদুরের দাম মিটিয়ে নিয়েছে ভারত! অপারেশন সিঁদুরের হাত ধরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক মিসাইল নিক্ষেপ করেছে বায়ু সেনা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গুঁড়িয়ে দেওয়া হয়েছে 9টিরও বেশি জঙ্গিঘাঁটি। যদিও এর অনেক আগেই সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিল দিল্লি। শোনা যাচ্ছে, দুই দেশের মধ্যে চরম সংঘাতের মাঝেই শনিবার বাগলিহার বাঁধের দুটি গেটই খুলে দিয়েছে ভারত। যার জেরে শো শো শব্দে ফুঁসছে চেনাব (Chenab River)!

বাধ্য হয়েই খুলতে হয় চেনাবের গেট, ভাসবে পাকিস্তান!

বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শনিবার সকাল সাড়ে 8টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত খোলা ছিল বাগলিহার বাঁধ। সূত্রের খবর, নতুন করে রবিবার সকাল 9:15 নাগাদ ফের নাকি খুলে দেওয়া হয়েছে বাগিলহারের একটি গেট। সদ্য প্রকাশ্যে আসা জনপ্রিয় সংবাদ সংস্থা ANI-র একটি ভিডিওতে দেখা গিয়েছে, রিয়াসির সালাল বাঁধ থেকেও অহরহ বেরচ্ছে জল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মূলত বাঁধ খুলে দেওয়ায় ফুলে ফেঁপে উঠেছে চেনাব। বইছে জলের তোড়। সূত্রের খবর, শনিবার বাগিলহারের বাঁধের দুটি গেট খোলা নিয়ে মিডিয়া রিপোর্ট জানিয়েছিল, মূলত শুক্রবার প্রবল বর্ষণের কারণে ফুলেফেঁপে ওঠে চেনাব। আর এরপরই কার্যত বাধ্য হয়েই বাঁধের দুটি গেট খুলে দেওয়া হয়। অনেকেই বলছেন, চেনাব থেকে বয়ে যাওয়া জলের তোড়ে নাকি ভাসবে পাকিস্তান!

সিন্ধু চুক্তির বিরোধিতা করছে ওমর আব্দুল্লাহর দল

ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে ওঠায় দিল্লির তরফে সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়। আর এর পাল্টা জবাবে পাকিস্তানও শিমলা চুক্তি স্থগিত করে দেয়। যদিও বিশেষজ্ঞরা বলছেন, 26/11 সন্ত্রাসী হামলা, উরিতে বিস্ফোরণ, কার্গিল যুদ্ধ, পুলওয়ামা জঙ্গি হামলা সহ পহেলগাঁও হামলায় বহুবার শিমলা চুক্তি ভেঙেছে পাকিস্তান।

অবশ্যই পড়ুন: দেশে ফেরার হুড়োহুড়ি বিদেশিদের, দুই প্লেয়ারকে হোটেলেই আটকে রাখল KKR!

যদিও ভারতের তরফে সিন্ধু জল বন্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে একেবারে প্রথম থেকে ওমর আব্দুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স পার্টি এই সিন্ধু চুক্তির বিরোধিতা করে এসেছে। তাঁদের দাবি মূলত একটাই, জম্মু ও কাশ্মীরের সঙ্গে কথা না বলেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group