বিক্রম ব্যানার্জী, কলকাতা: থোতা মুখ ভোঁতা হল পাকিস্তানের! ভারতের সাথে চলমান উত্তেজনার মাঝে PSL স্থগিত করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরবর্তীতে পাক বোর্ডের তরফে স্পষ্ট করে জানানো হয়, চলমান উত্তেজনার কারণে আপাতত পাকিস্তানে PSL আয়োজন করা যাচ্ছে না! ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করা হচ্ছে।
PCB-র এমন বিবৃতির পরই অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ভারতের সাথে সুসম্পর্ক থাকা সত্ত্বেও কীভাবে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানকে টি-টোয়েন্টি লিগ আয়োজন করার অনুমতি দিচ্ছে UAE? এবার সেই প্রশ্নের উত্তর কাজে বুঝিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড!
সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একেবারে কড়া জবাব দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলি আয়োজনের জন্য PCB কর্তাদের কাছে মোটা অঙ্কের অর্থ চেয়েছে ECB। তবে বর্তমানে কাঙাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সেই বিপুল পরিমাণ অর্থ খরচ সম্ভব নয়, তাই শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় PSL।
PSL আয়োজন করতে অস্বীকার করেছিল ECB!
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশে PSL আয়োজন করতে চায়নি আরব আমিরাত ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে সে দেশের এক ক্রিকেট কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে সেনা মৃত্যুর মাঝে, চুপ করে থাকা যায় না। জানা যায়, মূলত সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের ওপর আগে থেকেই চাপ ছিল ভারতের।
তাছাড়াও প্রাক্তন BCCI সচিব তথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান জয় শাহর সাথে আমিরাত ক্রিকেট বোর্ডের সম্পর্ক বর্তমানে সর্বজনবিদিত। জানা গিয়েছে, আমিরাত ক্রিকেট বোর্ডের মহাসচিব মুবাশ্বির উসমানী একজন ভারতীয়, ফলত মুম্বই নিবাসী ওই ব্যক্তির সাথে ICC চেয়ারম্যান ও বোর্ড সচিবের ব্যাপক সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্ককে কাজে লাগিয়েই পাকিস্তানকে কার্যত ব্যাকফুটে পাঠাল UAE।
অবশ্যই পড়ুন: দেশে ফেরার হুড়োহুড়ি বিদেশিদের, দুই প্লেয়ারকে হোটেলেই আটকে রাখল KKR!
দুবাইতে হচ্ছে না PSL
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের অবশিষ্টাংশ আয়োজনের আবেদন পেয়েছিল ECB। মূলত পাক ক্রিকেট বোর্ডের তরফে এমন আর্জি গুরুর দিকে গ্রহণ করা হলেও পরবর্তীতে প্রত্যাখ্যাত হয়েছে। জানা যায়, PSL ম্যাচগুলি আয়োজন করতে ECB-র তরফে যে পরিমাণ অর্থ দাবি করা হয়েছে তা জোগাড় করতে, কাল ঘাম ছুটে যাবে পাক বোর্ডের! আর সে কারণেই বিদেশি খেলোয়াড়দের দোহাই দিয়ে পাকিস্তান সুপার লিগ স্থগিত করল ভিখারি পাক ক্রিকেট বোর্ড!