বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের তথ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এক পাক যুবক! ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সমাজ মাধ্যমে হু হু করে ভাইরাল হচ্ছে সেই ভিডিও (VIRAL VIDEO)। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, স্যুট-টাই পরে লন্ডনের রাস্তা দিয়ে হেঁটে চলেছেন পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
পাশ থেকে তার পথ চলার দৃশ্য ক্যামেরাবন্দি করে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন সম্ভবত লন্ডনে নিবাসী এক পাকিস্তানি যুবক। পাক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে শোনা যাচ্ছে, ইমরান খানকে কেন গালাগালি দাও তোমরা?পাকিস্তানের দাঁড়িয়ে বড় বড় বাতেলা দাও! এখন কি হওয়া ফুঁস হয়ে গেল?
পাক মন্ত্রীর ওপর পুরনো ক্ষোভ ঝাড়লেন যুবক!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানো ভাইরাল ভিডিওটিতে পাকিস্তানের তথ্যমন্ত্রী তারারকে একেবারে রগচটা ভাষায় আক্রমণ করেছেন এক যুবক। যাঁকে দৃশ্যে দেখা না গেলেও তাঁর সুউঁচু কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে, পাক সরকারের ওপর কতটা ক্ষুব্ধ তিনি।
ভিডিওটিতে পাকিস্তানের তথ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ইমরান খানকে উদ্দেশ্য করে গালিগালাজ করো তোমরা? পাকিস্তানে দাঁড়িয়ে তো খুব রোয়াব ঝারো! এখন কি হাওয়া টাইট হয়ে গেল!
প্রত্যুত্তরে খুব সম্ভবত পাক মন্ত্রীও জবাব দেন, ‘ না ‘। আর এ কথা শুনতেই যেন একেবারে তেলের বেগুনে জ্বলে ওঠেন ওই যুবক। বলেন, লজ্জা করে না তোমাদের? একথা বলেই একের পর এক গালি আওরাতে থাকেন তিনি।
Pakistanis abuses and humiliates Pak info minister Attaullah Tarar in London. 😆
Use 🎧 pic.twitter.com/y5rC3sIJPw
— Sunanda Roy 👑 (@SaffronSunanda) May 10, 2025
অবশ্যই পড়ুন: মে মাসের দ্বিতীয় সপ্তাহে লটারিতে লক্ষ্মীলাভ এই ৬ রাশির! হাতছাড়া করবেন না সুযোগ
যদিও অকথ্য ভাষায় কটুক্তি শোনা সত্ত্বেও পাক মন্ত্রীকে বেমালুম হেঁটে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল, যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় হয়ে যাচ্ছে নেট মাধ্যম। যার দরুণ ফের আরও একবার হাসির খোরাক হয়েছে পাকিস্তান!
( ভিডিওটি ঠিক কবে কার তা জানা যায়নি। একই সাথে, পাক মন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজের এই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood। )
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |