200GB ডেটা, আনলিমিটেড কলিং, OTT সাবস্ক্রিপশন! জলের দামে নতুন প্ল্যান Jio-র

Published on:

Jio has come up with new recharge plans at low price for the convenience of its customers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রাহকদের খুশি করতে প্রতিবছরই নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয় ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio। চলতি বছরেও সেই অভ্যাস বদলায়নি আম্বানি সংস্থা। সদ্য 465 বিলিয়নেরও বেশি গ্রাহকের জন্য একেবারে নতুন একটি প্রিপেড প্ল্যান চালু করেছে Jio। জানিয়ে রাখি, 1000 টাকারও কম এই প্ল্যানে 180 GB 5G হাই স্পিড ডেটা পাবেন ইউজাররা। সেই সাথেই থাকছে আনলিমিটেড কলিং, SMS ও বিনামূল্যে OTT-র সুবিধা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Jio-র আকর্ষণীয় রিচার্জ প্ল্যান

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সদ্য একটি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান চালু করেছে Jio। বলা বাহুল্য, 899 টাকা মূল্যের এই প্ল্যানে প্রতিদিন 100টি করে SMS, দৈনিক 2GB হাই স্পিড ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা।

সংস্থা জানিয়েছে, এই রিচার্জ প্ল্যানটি একবার অ্যাক্টিভ হয়ে গেলে আগামী 90 দিন পর্যন্ত অতিরিক্ত 20GB ডেটা পেয়ে যাবেন ইউজাররা। সব মিলিয়ে, এক রিচার্জেই মোট 200 GB হাই স্পিড 5G ডেটা ব্যবহার করতে পারবেন Jio গ্রাহকরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিনামূল্য OTT

Jio তাদের 899 টাকার সাশ্রয়ী রিচার্জ প্ল্যানের সাথে একেবারে বিনামূল্য 90 দিনের বৈধতা যুক্ত OTT সাবস্ক্রিপশন অফার রেখেছে। জানিয়ে রাখি, গ্রাহকরা যদি 899 টাকা খরচ করে Jio-র এই রিচার্জ প্ল্যানটি কেনেন সেক্ষেত্রে, আনলিমিটেড কলিং, বিনামূল্য 100 SMS ও দৈনিক ডেটার পাশাপাশি 90 দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

অবশ্যই পড়ুন: গুলিতে নয়, ডুবে মরবে পাকিস্তান! শো শো শব্দে ফুঁসছে চেনাব, ভয়ঙ্কর সিদ্ধান্ত ভারতের

স্টোরেজের সুবিধা

এক রিচার্জ প্ল্যানেই স্টোরেজ সংক্রান্ত যাবতীয় সমস্যাও মিটবে গ্রাহকদের। কেননা Jio তাদের 899 টাকার রিচার্জ প্ল্যানটিতে 50GB অতিরিক্ত Ai ক্লাউড স্টোরেজের সুবিধা দিচ্ছে। যা গ্রাহকের ফোনের স্টোরেজ অনেকটাই বাড়াবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group