প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে প্রায় ১৯ দিন কেটে গেল। এদিকে এখনও পাক রেঞ্জারদের হাতে বন্দি হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ -এর কনস্টেবল পূর্ণমকুমার সাউ। ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে পড়াই তাঁর কাল হল। এদিকে চিন্তায় ঘুম উড়েছে জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ সহ গোটা পরিবারের। উৎকণ্ঠা যেন কিছুতেই কাটছে না রিষড়ার সাউ পরিবারের। আর এবার জওয়ানের বাড়ি ফেরার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
পাক সেনার হাতে বন্দি জওয়ান!
পহেলগাঁও হামলার পরেরদিনই অর্থাৎ গত ২৩ এপ্রিল ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণমকুমার সাউ। উধমপুরে তল্লাশি চালানোর সময় ভুল করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্স পূর্ণমকে বন্দি করে। তারপর পেরিয়েছে দু সপ্তাহেরও বেশি সময়। প্রথমদিকে জওয়ানের ফেরার আশায় ছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী-সহ পরিবারের সবাই। কিন্তু ভারত-পাক যুদ্ধের আবহ তৈরি হতেই হতাশা তৈরি হল তাঁদের।
জওয়ানের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর
এদিকে গতকাল অর্থাৎ রবিবার, পাশে থাকার ভরসা দিয়ে পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে রজনী জানিয়েছেন যে, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন পূর্ণম। আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। পরিবারে কে কে আছেন, সে সবও জানতে চেয়েছেন। পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। এখন আমি এখন অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি।’’ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার এবং বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।
আরও পড়ুনঃ প্রবেশ করতে পারবেন না পুরীর জগন্নাথ মন্দিরে! দিঘা বিতর্কে বহিষ্কৃত দয়িতাপতি
বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার
সূত্রের খবর, আজ, সোমবার, যুদ্ধ পরিস্থিতির মাঝে বৈঠক রয়েছে ভারত ও পাকিস্তানের। সেখানে ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণমকুমার সাউ এর ফেরা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। মাঝে পাকিস্তানি বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠকেও বসেছে বিএসএফ। তবে সমাধানসূত্র মেলেনি। সেই আবহে পূর্ণমকে ঘরে ফেরানোর আশায় গত ২৮ এপ্রিল রজনী এবং তাঁর পরিবারের সদস্যেরা রওনা দিয়েছিলেন পঞ্জাবে। পরিবারকেও মানসিক ভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছেন বিএসএফ আধিকারিকেরা। তবে এবার স্বামীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন রজনী।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |