অর্ধেকের উপর কর্মী ছাঁটাই! আরও পিছিয়ে যাবে শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা?

Published on:

Kolkata Metro

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা মেট্রো (Kolkata Metro), যা শহরের মানুষের হৃদপিন্ডের সঙ্গে জড়িত। তবে দীর্ঘ প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্লানেড পর্যন্ত পরিষেবা কবে চালু হবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হাজার হাজার যাত্রীর মনে। পরিকাঠামো তৈরি, সরকারি দপ্তরের অনুমতি, সবকিছুই মিলেছে। তা সত্ত্বেও এখন স্টেশনগুলির দরজা খোলেনি। আর এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন উঠছে – এই বাড়তি যাত্রী চাপ আদৌ কি সামাল দিতে প্রস্তুত মেট্রো?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

খামতি কোথায় থেকে যাচ্ছে?

শিয়ালদহ থেকে এসপ্লানেড মাত্র 2.2 কিলোমিটার পথ। কিন্তু এই সংযোগ একবার চালু হলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত একসাথে মেট্রোর পথ জুড়ে যাবে। অর্থাৎ, পূর্ব-পশ্চিম কলকাতা এবার আরও কাছাকাছি হবে। এর ফলে শুধু সময় বাঁচবে না, বরং পরিবহন ব্যবস্থারও রদবদল হবে।

তবে পরিস্থিতি এখন অন্য জায়গায় দাঁড়িয়ে। সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষ দ্রুত পরিষেবা চালু করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে বাস্তব পরিস্থিতি এই যে, পর্যাপ্ত কর্মী না থাকার কারণে নিরাপত্তা ও যাত্রী সহায়তায় বিরাট ফাঁক থেকে যাচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মার্চ মাসে বসিয়ে দেওয়া হয়েছে 70 জন কর্মীকে

প্রসঙ্গত জানিয়ে রাখি, হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত 120 জন কর্মীকে নিয়োগ করা হয়েছিল। আর এই নিয়োগটি ছিল বেসরকারি সংস্থার মাধ্যমে। তারা মূলত স্ক্যানার পরিচালনা, প্ল্যাটফর্মের ভিড় সামলানো ইত্যাদি দায়িত্ব পালন করতেন। তবে মার্চ মাসে হঠাৎ করে 70 জন কর্মীকে বসিয়ে দেওয়া হয়।

আর এর জেরে স্টেশনে ট্রেন ধরতে গিয়ে নিত্যযাত্রীরা বিপাকে পড়ছেন। কোন প্লাটফর্মে ট্রেন আসতে পারে, তা বুঝতে পারছেন না, এমনকি পরিকাঠামগত অবনতিও দেখা যাচ্ছে। যাত্রী সহায়তায় কর্মীর অভাবে এবার মেট্রো রেল প্রশ্নের মুখে পড়েছে।

বেসরকারি সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগ!

প্রসঙ্গত জানিয়ে রাখি, ইস্ট-ওয়েস্ট মেট্রো রক্ষণাবেক্ষণ এবং নজরদারির দায়িত্ব এতদিন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের হাতেই ছিল। তবে সম্প্রতি সেই দায়িত্ব মেট্রো রেলের হাতে এসে পড়েছে। বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ করা কর্মীদের ভবিষ্যৎ নিয়ে এখন সবথেকে বড় প্রশ্ন উঠছে। এমনকি সময় মত তারা পরিষেবা শুরুও করতে পারছে না কর্মীর অভাবে।

আরও পড়ুনঃ ট্রেনে মোবাইল চুরি গেলেও চিন্তা নেই, খুঁজে দেবে রেল! শুরু নয়া পরিষেবা

আর এই পরিস্থিতিতে মেট্রোর অভ্যন্তরে বেসরকারিকরণের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। এমনকি বেশকিছু সূত্র মারফত এও জানা যাচ্ছে যে, মেট্রোর শীর্ষকর্তারা চাইছেন, ইস্ট-ওয়েস্ট মেট্রো রক্ষণাবেক্ষণ এবং পরিষেবার দায়িত্ব দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের হাতে তুলে দিতে। তবে এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এই রুটে মেট্রোর চাকা গড়ায় সেই দিনের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group