প্রীতি পোদ্দার, কলকাতা: পাহাড়প্রেমী বাঙালিদের কাছে অন্যতম পছন্দের জায়গা হল সিকিম। বরাবরই পাহাড়ের কোলের এই ছোট্ট রাজ্য তার রূপ এবং সৌন্দর্যে সকলকেই মোহিত করে আসছে। তাইতো এর আকর্ষণে অনেকেই প্রতি বছর সেখানে ভিড় বাড়ায়। এদিকে সিকিমে আরও এক রেলপথের অনুমোদন দিল কেন্দ্র। জানা গিয়েছে রংপো পর্যন্ত রেলপথের কাজ চলছে। ইতিমধ্যেই সার্ভের অনুমোদন দিল রেল মন্ত্রক (Indian Railways)। অর্থাৎ এখন একটা ট্রেনে চেপেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে নেপালের কাছেই।
পর্যটকদের বড় চমক
এতদিন সিকিম পৌঁছোতে গেলে নির্ভরশীল পরিবহন ব্যবস্থা হয়ে এসেছে সড়কপথ। তবে সেখানে সড়কপথ ছাড়াও বিমানপথও রয়েছে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় পাকিয়ং বিমানবন্দরে বিমান পরিষেবা শুরু হলেও বছরের অধিকাংশ সময় তা বন্ধই থাকে। যার দরুন শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি কিংবা বাগডোগরা থেকে সড়কপথে যেতে হয় সিকিমে। তবে এ বার পর্যটকদের জন্য বড় সুখবর। এক ট্রেনেই এবার সোজা পৌঁছে যাওয়া যাবে সিকিমে। ২০২৭ এর মধ্যেই বড় চমক আস্তে চলেছে।
নতুন রেলপথের জরিপ রেলের
ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, সিকিমের মেল্লি থেকে জোরথাং, তারপর লেগশিপ হয়ে ডেন্টাম পর্যন্ত জুড়ে দেওয়া হবে। আসলে ডেন্টাম হল ভারত-নেপাল সীমান্তের কাছে এক প্রত্যন্ত এলাকা। সেই এলাকায় রেল পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এবার বড় উদ্যোগ নিতে চলেছে রেল। আর এই গোটা কাজটাই হতে চলেছে সেবক-রংপো রেল প্রকল্পের আওতায়। টার্গেট করা হয়েছে ২০২৭ সালকে। তাই শেষ পর্যায়ের সার্ভে করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। অনুমান করা হচ্ছে এই পথে রেল লাইন জরিপের কাজে মোট খরচ হতে পারে ২ কোটি ২৫ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ ট্রেনে মোবাইল চুরি গেলেও চিন্তা নেই, খুঁজে দেবে রেল! শুরু নয়া পরিষেবা
অন্যদিকে ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, মোট ৭৫ কিলোমিটার পথ জুড়ে এই নতুন রেললাইন বসানো হতে চলেছে। যা সিকিমের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জন্য এই পদক্ষেপ বৈপ্লবিক বলেই মনে করছে একাংশ। অন্যদিকে সার্ভে করার গোটা দায়িত্বটাই দেওয়া হয়েছে উত্তর-পূর্ব শাখার উপরে। পাশাপাশি, এই নতুন রেলপথটি সেবক-রংপো রেলপথের বর্ধিকীকরণ হিসাবেও ব্যবহার করা যেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। সব মিলিয়ে পর্যটকদের সুবিধার কথা ভেবে এবং দেশের সকল সীমান্তবর্তী এলাকাগুলিকে রেলের মাধ্যমে জুড়তেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |