প্রীতি পোদ্দার, কলকাতা: গত মাসে কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে রীতিমত আগুন জ্বলে উঠেছিল মুর্শিদাবাদে। সাম্প্রতিক অশান্তি ও হিংসার জাল এতটাই ছড়িয়ে পড়েছিল যে, সেখানকার স্থানীয়রা নিজেদের প্রাণ বাঁচাতে রাতারাতি পালিয়ে গিয়েছিল। শুধু তাই নয় সেখানকার মন্দিরগুলিও হিংসার শিকার হয়েছিল। আর এবার সেই মন্দির পুননির্মাণ করতে পথে নামল বঙ্গ বিজেপি। অর্থ সাহায্য করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মুর্শিদাবাদে শুভেন্দুর ব্যানারের ছয়লাপ!
চলতি বছর, অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল। অজস্র লোক সেই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন। কিন্তু এই ধর্ম রাজনীতির ময়দানে শাসকদল তৃণমূলকে ভাগ বসানোর ব্যাপারটা মেনে নিতে পারেনি বিজেপি। তাইতো সেই দিনেই মুর্শিদাবাদে ভাঙচুর হওয়া মন্দির ফের নির্মাণের কর্মসূচি নেয় বিজেপি। ফলস্বরূপ এখন সামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতির মত নানা মহল্লায় এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে ব্যানার-পোস্টার চোখ ধাঁধিয়ে গিয়েছে।
মন্দির পুনর্নির্মাণে অর্থ সাহায্য শুভেন্দুর
এমনিতেই ওয়াকফ বিরোধী হিংসার আগুন যখন দাউদাউ করে জ্বলছিল এলাকায় সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য না আসায় বেশ ক্ষোভ প্রকাশ করেছিল এলাকাবাসী। শুধু তাই নয় নানারকম কটাক্ষও করেছিল বিরোধীদল। যদিও পরে মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং মিডিয়ার সামনে এতদিন না যাওয়ার কারণও জানিয়েছেন। কিন্তু তার আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলাকার মানুষের মন জয় করে নিয়েছেন। এমনকি ওই এলাকায় ভেঙে যাওয়া মন্দির পুনর্নির্মাণে টাকাও দিয়েছেন।
ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। এককথায় বলা যায় শুভেন্দুর ঝড় বইছে এলাকায় এলাকায়। রাজনীতির ইতিহাসে পাতায় নজর রাখলে দেখা যাবে আগে মুর্শিদাবাদে কংগ্রেসের ভীত ভেঙে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তৃণমূলকে শক্ত জমিতে দাঁড় করিয়েছিলেন শুভেন্দু। আর এখন সেই শুভেন্দুই এবার তৃণমূলকে কোণঠাসা করে বিজেপির ভীত শক্ত করে দিচ্ছে। যা নিয়ে শাসকদলের বেশ আলোড়ন ফেলে দিয়েছে। বেশ চাপেও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ৫৫০ টাকায় LPG থেকে নগদ ৫০০০ টাকা, মহিলাদের জন্য ৬টি দারুণ স্কিম সরকারের
২৬ এর ভোটে মুর্শিবাদের হাওয়া কোন দিকে?
এমনিতেই বছর পেরোলে বিধানসভা নির্বাচন।তার আগেই রাজ্যের একের পর এক সমস্যা যেন পর্বত সমান চাপ দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। চাকরি বাতিল থেকে শুরু করে ওয়াকফ বিল সংশোধিত আন্দোলন, যার জেরে এবারের পরিণতি কতটা কী হবে সবাই তা নিয়ে বেশ চিন্তায় রয়েছে। গত বিধানসভা ভোটে উত্তর মুর্শিদাবাদের সব আসনেই ভাল ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু গত বছরের লোকসভা নির্বাচনে ফরাক্কা ও শমসেরগঞ্জ বিধানসভা এলাকায় কংগ্রেস এগিয়ে গিয়েছিল। তাই ২৬ এর বিধানসভা নির্বাচনে ভোটের হাওয়া গেরুয়া শিবিরের দিকে শুধু বইবে কি না তা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে সকলের।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |