ব্রাত্য কলকাতা! আইপিএলের নয়া সূচি জারি করল BCCI, KKR-র ম্যাচ কবে?

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: এমনিতেই দেশজুড়ে যুদ্ধের উন্মাদনা! আর তার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 (IPL 2025)। তবে সূত্রের খবর, আগামী 17 মে থেকে মাঠে নামছে ক্রিকেটাররা। BCCI স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাকি 17 টি ম্যাচ ছয়টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এমনকি ফাইনালের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে আগামী 3 জুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেমিফাইনাল নিয়ে কী আপডেট?

BCCI জানিয়েছে, ক্রোড়পতি লিগের প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 29 মে এবং এলিমিনেটর ম্যাচটি হবে 30 মে। এও জানা যাচ্ছে, দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে আগামী 1 জুন, আর ফাইনাল আগামী 3 জুন। তবে জানিয়ে রাখি, নতুন সূচিতে দুটি ডবল ম্যাচ যোগ হয়েছে, যা হবে দুই রবিবারে।

বেঙ্গালুরু বনাম কলকাতা ম্যাচ দিয়েই শুরু হবে IPL

প্রসঙ্গত আগামী 17 মে বেঙ্গালুরু বনাম কলকাতার ম্যাচ দিয়েই শুরু হবে এবারের মরসুমের বাকি অংশ। খেলাটি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। এমনকি 18 মে রবিবার রয়েছে দুটি ম্যাচ এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে আগামী 27 মে লখনৌ বনাম বেঙ্গালুরু। এদিকে এবারের মতো বেগুনি বাহিনীর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের বিরুদ্ধে আগামী 25 মে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্লে অফের ভেন্যু নিয়ে থাকছে অনিশ্চয়তা

প্রসঙ্গত, সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের দামামা বেজেছে, তার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে চলতি IPL। এমনকি মাঝে কিছুদিন খেলা বন্ধ থাকায় নতুন করে সূচি তৈরি করতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলির ভেন্যু জানা থাকলেও গ্রুপ, প্লে অফ এবং ফাইনাল কলকাতায় যে হচ্ছে না, তা স্পষ্টই জানিয়ে দিয়েছে বোর্ড। এবারের আইপিএল ফাইনাল আহমেদাবাদে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ভরাডুবির বাজারে এই ১০ শেয়ার দিতে পারে ২৫% রিটার্ন! পরামর্শ SBI সিকিউরিটিজের

প্রসঙ্গত, সীমান্তে পাকিস্তান আততায়ীদের হামলার জেরে গত বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচটি মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। আর ঠিক তারপর দিন থেকে এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয় এই টুর্নামেন্ট। এমনকি বোর্ডের তরফ থেকে এও জানানো হয়েছিল, যে সমস্ত বিদেশী ক্রিকেটাররা দেশে ফিরে যাচ্ছে, তারা যেন সময় মতো ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকে। বোর্ডের সবুজ সংকেত মিললেই তাদের টুর্ণামেন্টে যোগ দিতে হবে। এখন প্রত্যেক দর্শকই মুখিয়ে আছেন আইপিএলের শেষ পর্বটির জন্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group