সহেলি মিত্র, কলকাতা : ইপিএফও (EPFO) গ্রাহকদের জন্য রইল দারুণ চমক। এবার আপনার পিএফ (PF) অ্যাকাউন্টে কত টাকা অবশিষ্ট আছে তা মাত্র এক মিনিটেই জেনে নিতে সক্ষম হবেন আপনি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) সকল প্রক্রিয়া আরও বেশ সহজ করে তুলেছে। আপনি কেবল একটি মিসড কল অথবা একটি মেসেজের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে সমস্ত তথ্য পেতে পারেন।
প্রক্রিয়া সহজ করল EPFO
এর জন্য আপনাকে কী করতে হবে তা আমরা আপনাকে বলি। আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড অথবা প্যান কার্ডের সাথে লিঙ্ক থাকা দরকার। এরইসঙ্গে, আপনার মোবাইল নম্বরটি UAN-এর সাথে নিবন্ধিত এবং সক্রিয় থাকতে হবে। এর পরে আপনি কোনও ঝামেলা ছাড়াই আপনার পিএফ অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পেতে পারেন।
মিসড কলের মাধ্যমে মিলবে তথ্য
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 9966044425 নম্বরে একটি মিসড কল করতে হবে, দুটি রিং হওয়ার পরে কলটি অটোমেটিকভাবে কেটে যাবে। এর পরে আপনি একটি মেসেজ পাবেন, যেখানের আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকবে।
আরও পড়ুনঃ হু হু করে বাতিল হচ্ছে গরমের ছুটিতে দার্জিলিং, সিকিম ট্যুর প্ল্যান! প্রকাশ্যে ৩ কারণ
মেসেজের মাধ্যমেও পেয়ে যাবেন তথ্য
এছাড়াও, আপনি মেসেজের মাধ্যমেও সম্পূর্ণ তথ্য পেতে পারেন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে 7738299899 নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। মেসেজের ফর্ম্যাট হল- ‘EPFOHO UAN’। যদি আপনি আপনার নিজের ভাষা যেমন হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, মারাঠি, পাঞ্জাবি, গুজরাটি, বাংলা বা ইংরেজিতে তথ্য চান, তাহলে UAN-এর পরে সেই ভাষার প্রথম তিনটি অক্ষর লিখুন। উদাহরণস্বরূপ, যদি আপনার বাংলায় তথ্যের প্রয়োজন হয় তাহলে ‘EPFOHO UAN BEN’ লিখে পাঠান। কিছুক্ষণের মধ্যেই আপনার পিএফ অ্যাকাউন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |