হার মানবে বাগানও! আসন্ন মরসুমের আগেই বিরাট বাজেটের দল গড়তে চলেছে ইস্টবেঙ্গল

Published on:

East Bengal is going to form a big budget team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে ভারতীয় ফুটবলের অন্যান্য মঞ্চে একেবারে ধরাশায়ী অবস্থা ইস্টবেঙ্গলের (East Bengal)। ব্যর্থতার কারণ হিসেবে অবশ্য বারংবার উঠে আসে বাজেটের প্রসঙ্গ। গা ঝাড়া দিতে শোনা যায় প্রতিবেশী মোহনবাগানকে নিয়ে একাধিক অভিযোগ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বলা হয়, সবুজ মেরুন আসলে কোম্পানির দল। ওদের বাজেট অনেক! তবে বাজেটের লড়াইয়ে এবার পিছিয়ে থাকবে না লাল হলুদও। পুরনো ভুল ত্রুটি শুধরে আগামী মরসুম থেকেই একেবারে নতুন ছন্দে পথ চলা শুরু হবে কলকাতা ময়দানের এই প্রধানের। সেই মতোই সোমবার বাইপাসের কাছে লগ্নিকারী সংস্থার অফিসে চলল দীর্ঘ বৈঠক। সেখানেই, কার্যত চূড়ান্ত হয়ে গেল লাল হলুদের বড় বাজেটের দল!

শক্তিশালী দল গড়তে চান দেবব্রত

সোমবার বিনিয়োগকারী সংস্থার অফিসে বৈঠক চলাকালীন, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলে বসেন, শক্তিশালী দল গড়তে কোনও কৃপণতা করা হবে না। প্রয়োজন হলে বিদেশে প্রতিনিধি পাঠিয়ে বিদেশি তুলে আনতে চাই। লাল হলুদ কর্তার বক্তব্যের পরই লগ্নীকারী সংস্থার পক্ষ থেকে বিভাস আগরওয়াল জানিয়ে দেন, এটুকু বলতে পারি এবার দলে একাধিক বদল আসবে। কোচ অস্কার ব্রুজোর পরামর্শে বিদেশি ফুটবলার বেছে নেওয়া হচ্ছে। তাছাড়াও ফিটনেস নিয়ে ম্যানেজমেন্ট সতর্ক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বৈঠকে উপস্থিত ছিলেন ঝুলন

সোমবারের ইস্টবেঙ্গলীয় বৈঠকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক তথা ইস্টবেঙ্গলের একনিষ্ঠ ভক্ত ঝুলন গোস্বামীকে। শোনা যায়, ইস্টবেঙ্গল দলের বাজেট বাড়াতে লগ্নিকারী সংস্থার সাথে দীর্ঘ আলোচনা হয়েছে ঝুলনেরও। সূত্র বলছে, দলের সমস্যার কথা শুনে ভুল ত্রুটি শুধরে কীভাবে দক্ষ হয়ে ওঠা যাবে তা নিয়েও নাকি পরামর্শ দিয়েছেন ঝুলন। এদিন ঝুলনের বক্তব্য ছিল, ইস্টবেঙ্গল আমার পরিবার। তাই যেকোনও সমস্যা মোকাবিলায় আমি তৈরি। ক্লাবের পাশে থাকব।

অবশ্যই পড়ুন: মাত্র এটুকু! নির্ধারিত হল সুপ্রিম কোর্টে DA মামলার সময়, এত কম টাইমে রায় ঘোষণা সম্ভব?

প্রসঙ্গত, কোচ অস্কারের পরামর্শে ইতিমধ্যেই তালিকা দেখে একে একে বিদেশি ফুটবলারদের সাথে চুক্তি পাকা করছে ইস্টবেঙ্গল। মূলত হেড অফ ফুটবল থাংবোই সিংটোর হাত ধরে দলে ভিড়ছেন নতুন-পুরাতন মুখেরা। বলা বাহুল্য, ইতিমধ্যেই বিপিন সিং, ব্রাজিলিয়ান ফুটবলার তথা বসুন্ধরা কিংসের হয়ে খেলা মিগুয়েল ও সার্বিয়ান ডিফেন্ডার ইভানকেও পাকা করে ফেলেছে লালা হলুদ। সব ঠিক থাকলে, শীঘ্রই তালিকা অনুযায়ী বাকি ফুটবলারদের সই করিয়ে দলের শক্তি বাড়াবেন কোচ অস্কার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group