কলকাতায় এবার দু’দিন উধাও হবে ছায়া! আসছে ‘Zero Shadow Day’, কবে কবে?

Published on:

zero shadow day 2025

সহেলি মিত্র, কলকাতাঃ ফের আসতে চলেছে এমন একটা দিন যেদিন আপনার ছায়া পড়বে না কোথাও। অর্থাৎ আসতে চলেছে ‘Zero Shadow Day 2025’ । হ্যাঁ একদম ঠিক শুনেছেন। শুধু তাই নয়, কলকাতা শহরে ঘটতে চলেছে এক বিশেষ বিষয় যা হয়তো চমকে দেবে সকলকে। এই জিরো শ্যাডো ডে-তে রোদ্দুর তো থাকবে কিন্তু আপনার ছায়া রাস্তা বা কোথাও দেখতে পাবেন না। এতে ভয় পাবেন না কিন্তু আবার। যাইহোক, আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে পালিত হবে ‘Zero Shadow Day 2025’?

কলকাতা এবং আশেপাশের এলাকার বাসিন্দারা ২০২৫ সালে দুবার একটি বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছেন। এবার কলকাতার মানুষ দুদিন জিরো শ্যাডো ডে-র সাক্ষী থাকবে। এই দুইদিন দুপুরের দিকে কিছুক্ষণের জন্য কোনও ছায়া পড়বে না মানুষের। জানা গিয়েছে, কলকাতায়, এটি ৫ জুন সকাল ১১:৩৪:৫৪ মিনিটে এবং আবার ৭ জুলাই সকাল ১১:৪১:২৪ মিনিটে ঘটবে।

অনেকেই হয়তো জানেন তো আবার অনেকেই হয়তো জানেন না যে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখার মধ্যবর্তী স্থানে বছরে দুবার জিরো শ্যাডো ডে পালিত হয়। এটি জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় বিরল একটা সময়। এই দিনগুলিতে, সূর্য দুপুরে ঠিক মাথার উপরে থাকে, যার ফলে মানুষ সহ বস্তুগুলির প্রায় ১ থেকে ১.৫ মিনিটের জন্য কোনও ছায়া পড়ে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে সোনার দামে ফের পতন, সুখবর রুপোতেও, দেখুন আজকের রেট

কী বলছেন বিজ্ঞানীরা?

জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এমন ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হতে চাইলে বাসিন্দাদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে এবং পরে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ঘটনাটি পৃথিবীর ঘূর্ণন, ঋতু পরিবর্তন, আকাশে সূর্যের অবস্থান এবং সূর্যালোকের আচরণের মতো গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যার ধারণাগুলি অন্বেষণ করার সুযোগ করে দেয়। এটি গ্রীক পণ্ডিত এরাটোস্থেনিসের প্রাচীন পরীক্ষার সাথেও যুক্ত, যিনি পৃথিবীর আকার অনুমান করার জন্য ছায়ার দৈর্ঘ্য ব্যবহার করেছিলেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group