প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন মূল্যবৃদ্ধির চাপে রীতিমত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। সামান্য নিত্য প্রয়োজনীয় জিনিস ওষুধ পত্র কিনতে গিয়েও পকেটে চাপ বাড়ছে আমজনতার। আর এই আবহেই হঠাৎ করে বেড়ে গেল পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price)। সোমবার সকাল থেকে রাজ্যে জ্বালানির বর্ধিত দাম কার্যকর হয়েছে। ফলে ক্রেতাদের সকাল থেকেই নতুন দামে পেট্রল-ডিজেল কিনতে হয়েছে।
একধাক্কায় দাম বাড়ল অনেকটা
জানা গিয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্পে গতকাল, সোমবার সকাল থেকে কলকাতা-সহ রাজ্যের সর্বত্র প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৪০ ও ২০ পয়সা করে বেড়েছে। যার দরুন কলকাতায় এইমুহুর্তে পেট্রোল ডিজেলের দাম যথাক্রমে অনেকটাই বেড়ে হয়েছে ১০৫.৪১ টাকা এবং ৯২.০২ টাকা। ক্ষুব্ধ মধ্যবিত্তদের একাংশ। এদিকে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গিয়েছিল। যেহেতু ক্রুড অয়েলের দাম কমেছে তাই পেট্রল-ডিজেলের দামও যে কমবে এমনটাই আশা করেছিল সাধারণ নাগরিকরা। কিন্তু তার বদলে দাম বেড়ে গেল।
নেপথ্যে কারণ কী?
আচমকা এই দাম বৃদ্ধির কারণ নিয়ে একাধিক মতবিরোধ তৈরি হয়েছে। অনেকের অভিযোগ কেন্দ্রীয় সরকার নাকি সাধারণ মানুষের থেকে উৎপাদন শুল্ক ২ টাকা করে বাড়িয়ে রাজকোষ ভরছে। যার দরুন রাজ্যে আচমকা এই দাম বৃদ্ধি। তবে এখনও এই দাম বৃদ্ধি নিয়ে সঠিক কারণ স্পষ্ট হয়নি। এদিকে দেশের অন্য কোনও রাজ্যে তেলের দাম বাড়েনি। উল্টে পূর্ব ভারতে বিহারের পটনায় ডিজেল ৬০ পয়সা কমেছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েলের সূত্র জানাচ্ছে, দুই জ্বালানিরই মূল দাম বা বেসিক প্রাইস পরিবর্তন হয়েছে।
দাম বৃদ্ধি নিয়ে নানা মত সংস্থার
ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন-এর কার্যকরী সভাপতি প্রসেনজিৎ সেন জানান, “আমাদের কাছেও এই দাম বৃদ্ধি নিয়ে কোনও খবর ছিল না। রবিবার মধ্যরাতে আচমকা নির্দেশ এসেছে। সেই কারণে সোমবার সকাল থেকে নতুন দামে তেল বিক্রি করছি।” তিনি দাম বৃদ্ধির কারণ হিসেবে জানিয়েছেন যে মূল দাম যেহেতু বেড়েছে তাই খুচরো দামও বেড়েছে। সেক্ষেত্রে কেন্দ্র বা রাজ্যের কোনও করের পরিবর্তন হয়নি। অন্যদিকে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরামের রাজ্যের সভাপতি জন মুখোপাধ্যায় জানান, সম্ভবত পরিবহণ খাতে কিছু বদল ঘটেছে তাই এই আচমকা দামবৃদ্ধি।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে সোনার দামে ফের পতন, সুখবর রুপোতেও, দেখুন আজকের রেট
প্রসঙ্গত, গত ১ ডিসেম্বরও ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে পেট্রল ও ডিজেলের দাম লিটারে ৬ পয়সা করে বেড়েছিল। এদিকে সম্প্রতি তেলের দাম বৃদ্ধির কারণ নিয়ে সংশ্লিষ্ট মহল থেকে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। কোথায় কী ভাবে কেন খরচ বেড়েছে, তা বোঝা যাচ্ছে না। গোটা বিষয়টা নিয়ে তাই রয়েছে ধোঁয়াশা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |