সহেলি মিত্র, কলকাতাঃ গ্র্যাচুইটি (Gratuity) প্রদান করা নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানাল ৩০ বছরের বেশি ধরে কাজ করা শ্রমিকদের প্রাপ্য গ্র্যাচুইটি থেকে বঞ্চিত করা যাবে না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এদিকে আদালতের এহেন রায়ের জেরে বহু মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। আবেদনকারী দুই অস্থায়ী চটকল শ্রমিকের গ্র্যাচুইটি সংক্রান্ত মামলায় বড় রায় দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল।আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
গ্র্যাচুয়েটি নিয়ে বড় রায় আদালতের
ঘটনার বিশদে জানতে ফিরে যেতে হবে ১০৮৭ সালে। দুজন অস্থায়ী শ্রমিক ১৯৭৮ সালে বাদলি কর্মী হিসেবে আবেদনকারীর কোম্পানিতে নিযুক্ত হন। এরপর ৩৭ বছর ধরে কাজ করার পর ২০১৫ সালে অবসর নেন তাঁরা। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে জমানো গ্র্যাচুয়েটির টাকা তাঁরা কোম্পানির কাছে চায়। অভিযোগ, গ্র্যাচুইটির আবেদন করলেও চটকল কর্তৃপক্ষ তা দেননি। এরপর আসে ২০১৬ সাল, তখন শ্রমিক আইনি সহায়তা কেন্দ্রের সাহায্যে গ্র্যাচুইটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ওই দুই শ্রমিক।
৩ লক্ষ ৯৩ হাজার টাকা গ্র্যাচুইটি দেওয়ার নির্দেশ
গ্র্যাচুইটির নির্দেশনার জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে গ্র্যাচুইটির জন্য আবেদন করেন এবং সরল সুদ সহ ২,৪১,৪৫২ টাকা দাবি করেন দুজন। আবেদনকারীর দাবি ছিল যে, প্রথম বিবাদী আইনের অধীনে গ্র্যাচুইটির জন্য যোগ্য হওয়ার জন্য ৫ বছরের একটানা ২৪০ দিন, প্রতি বছর ৩ বার করে চাকরির যোগ্যতা সম্পন্ন করেননি। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আবেদনকারীকে ৩৭ বছর ধরে একটানা চাকরির মোট সময়ের জন্য গ্র্যাচুইটি প্রদানের নির্দেশ দিয়ে একটি আদেশ জারি করেছে, যার পরিমাণ মোট ৩,৯৩,১২০ টাকা।
আরও পড়ুনঃ দিঘার জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে মামলা! মিলল অনুমতিও
আপিলের ক্ষেত্রে, আপিল কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দেওয়া আদেশ বহাল রেখেছে এবং আবেদনকারীকে ১,৭৯,৬০০ টাকা অর্থাৎ সুদের অবশিষ্ট পরিমাণ পরিশোধ করার নির্দেশ দিয়েছে। আদালত জানায়, কর্মচারীরা এখন ৩৭ বছর পর অবসর গ্রহণ করেছেন এবং যদি নিয়োগকর্তার এই ধরনের আচরণ উপেক্ষা করা হয়, তাহলে আইনের প্রক্রিয়ার স্পষ্ট অপব্যবহার হবে। ফলে দুজন ব্যক্তিকেই গ্র্যাচুয়েটির টাকা সুদ সমেত ফেরত দিতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |