আমার অনেক ক্ষমতা আছে, কেন ব্যবহার করব না! কী কারণে ফোঁস করে উঠলেন ইউনূস?

Published on:

Muhammad Yunus suddenly assumes a confident position amid the India-Pak conflict

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সংঘাতের মাঝে বারংবার নাক গলিয়েছে কাঙলাদেশ! যদিও দিল্লির তরফ পাকিস্তানের বুকে আঘাত হানার পর সুর নরম করেছেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। ভারতের ভয়ে তড়িঘড়ি নোটিশ জারি করে, হিন্দু সুরক্ষার আওয়াজ তুলেছিলেন শান্তিতে নোবেল জয়ী। এবার আচমকা আত্মবিশ্বাসী হয়ে উঠলেন পদ্মা পাড়ের প্রধান। বললেন, আমার অনেক ক্ষমতা আছে! আমি কেন তা ব্যবহার করব না?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতের ভয় কাঁপছে বাংলাদেশ!

গত 9 মে থেকে শুরু হয়েছিল প্রত্যাঘাত। কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে 26 জন নিরাপরাধ ভারতীয়কে বেছে বেছে হত্যা করে পাক মদদপুষ্ট সন্ত্রাসীরা। আর সেই নক্কারজনক ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দিয়েছিলেন, কাউকে রেয়াদ করা হবে না। সেই মতো আচমকা গত 9 মে মাঝ রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে জোরালো হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।

গুঁড়িয়ে দেওয়া হয় 9টি জঙ্গিঘাঁটি। তা দেখেই কার্যত হরিনাম জপ করতে শুরু করেছে বাংলাদেশ। বলা চলে, পাছে ভারত আক্রমণ করে সেই ভয়ে দ্রুত হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে নোটিশ জারি করে বাংলাদেশ। এবার আচমকা, আত্মবিশ্বাসী সুর তুললেন ইউনূস।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আওয়াজ ঝাড়লেন ইউনূস

সম্প্রতি ওপার বাংলার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, বর্তমানে আমরা এমন এক পর্বে দাঁড়িয়ে রয়েছি, যখন হাজার বছরের বড় পরিবর্তন আমাদের হাত দিয়েই হচ্ছে। এই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি কিন্তু আমরাই। ওপার বাংলার প্রধান আরও বলেন, বর্তমানে গোটা বিশ্বের নজর আমাদের ওপর।

আমি নিজে বুঝতে পেরেছি, আমার অনেক ক্ষমতা রয়েছে। তাহলে এই ক্ষমতা আমি ব্যবহার করব না কেন? আমার যা সমর্থ্য আছে, আমি সেটুকু নিয়েই কাজ করব। মুখে মুখে কথা বললেই হবে না। কাজ বন্ধ করে বসে থাকার ঠিক নয়। এমন অনেক কাজ রয়েছে যা আগে যেভাবে হচ্ছিল বর্তমানে সেই গতিতেই হচ্ছে।

এদিন শান্তিতে নোবেল জয়ীর মূল বক্তব্য ছিল, পুরনো আমলের চিন্তাভাবনা আমাদের মাথা থেকে সরাতে হবে। এই সময় এসব পুরোনো ধ্যান ধারণাই আমাদের শেষ করছে। ইউনূস বলেন, আগে আমরা সব কিছুই মেনে চলতাম। এমনকি যদি কেউ আমাদের একটা বালিশ লাখ টাকায় কিনে নিতে বলতো আমরা তাই করতাম। কিন্তু এখন নিয়মটা পাল্টেছে। পুরনো ধ্যান ধারনা ও কাঠামো গুলো এখন আর কার্যকর নয়।

ইউনূসের সংযোজন, অনেকেই কাজ না করেও আমাদের অভিযোগ করছেন, এটা পাইনি, ওটা পাইনি! আমি বলি, যতটুকু আমাদের হাতে আছে সেটা দিয়েই কাজ শুরু করা দরকার। কারণ এই ছোট ছোট পদক্ষেপ থেকেই পরিবর্তনের জানলা খুলে যায়। আজকের দিনটা কিন্তু আর ফেরত আসবে না। তাই আজকের কাজ আজই শেষ করতে হবে।

অবশ্যই পড়ুন: বিয়ের রেশ কাটতে না কাটতেই রিঙ্কু-দিলীপের সংসারে শোকের ছায়া! রহস্যমৃত্যু ছেলে সৃঞ্জয়ের

সবশেষে অনুষ্ঠান চলাকালীন ইউনূসের বক্তব্য ছিল, নিজ নিজ জায়গা থেকে নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে আসুন। কারণ এখনকার অবস্থা পরিবর্তনের দায়িত্ব আপনার হাতেই, আমার হাতেই। পরিবর্তনের জন্য নিজের ক্ষমতা অনুযায়ী চেষ্টা করলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group