প্রীতি পোদ্দার, কলকাতা: রেশন কার্ড হোল্ডারদের জন্য সরকারের তরফ থেকে নিয়ে আসা হল এক বড় চমক। দেশের প্রতিটি গরীবদের মুখে দুই মুঠো খাবার পৌঁছে দিতেই সরকার চালু করেছিল রেশন (Ration) ব্যবস্থা। তাইতো দেশের বিপুল সংখ্যক মানুষ এই রেশনের ওপর বেশ নির্ভরশীল। আর এই আবহে এবার বিনামূল্যে রেশন বিতরণের বিষয় নিয়ে এক বড় তথ্য সামনে উঠে এসেছে। যা নিয়ে বেশ খুশি গ্রাহকরা।
একবারে দেওয়া হবে তিন মাসের রেশন!
আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের অনেক আগেই বর্ষা ঢুকতে চলেছে। যার ফলে আশা করা যাচ্ছে আর কিছুদিন পরেই প্রতিটা রাজ্যে ঢুকবে বর্ষা। আর এই আসন্ন বর্ষার কথা মাথায় রেখেই এবার প্রশাসন এক বড় সিদ্ধান্ত নিল। জানা যাচ্ছে জুন, জুলাই এবং আগস্ট মাসের জন্য বিনামূল্যে রেশন মে মাসেই সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে। অর্থাৎ সরকার তিন মাসের অগ্রিম রেশন প্রদান করতে চলেছে গ্রাহকদের। তবে এই সুবিধা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না। সূত্রের খবর, এই ব্যবস্থা চালু করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার।
কেন এই সিদ্ধান্ত?
সূত্রের খবর, রেশন ব্যবস্থা নিয়ে বিগত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে আসন্ন বর্ষার কথা মাথায় রেখে আগামী ২১ মে থেকে রেশন গ্রাহকদের জুন, জুলাই এবং আগস্ট মাসের রেশন প্রদান করা হবে। কারণ হিসেবে জানানো হয়েছে যে বর্ষাকালে শস্য পরিবহন করা খুবই কঠিন হয়ে পড়ে। অনেক সময় চাল, ডালের বস্তা পুরো ভিজে যায়। তাই এই সমস্যা থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তকে আবার কিছু লোক ভারত পাকিস্তানের যুদ্ধের জরুরি অবস্থার পরিষেবা প্রদান বলে গুজব ছড়াচ্ছেন। যেটা সম্পূর্ণ ভুল।
আরও পড়ুন: মিনি সুইৎজারল্যান্ড হিসেবে খ্যাত, গরমের ছুটিতে ঘুরে আসুন ভারতের এই ৯ হিল স্টেশন থেকে
অন্যদিকে উত্তরপ্রদেশেও, তিন মাসের জন্য রেশন সরবরাহের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী ২১ মে পর্যন্ত সরকার জুন, জুলাই এবং আগস্ট মাসের খাদ্যশস্য রেশন ডিলারদের কাছে বিতরণের নির্দেশ দিয়েছে। এর আওতায়, যোগ্য রেশন গ্রাহকদের প্রতি ইউনিটে দুই কেজি গম এবং তিন কেজি চাল দেওয়া হবে, অন্যদিকে অন্ত্যোদয় কার্ডধারীদের মোট ৩৫ কেজি রেশন বিনামূল্যে দেওয়া হবে। যার মধ্যে ১৪ কেজি গম ও ২১ কেজি চাল দেওয়া হবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |