বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের জোকা-মাঝেরহাট মেট্রো (Joka-Majerhat Metro) নিয়ে যাত্রীদের সুখবর শোনালো কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার থেকে এই পার্পল লাইনে 40টির বদলে 62টি ট্রেন চলবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই রুটে মেট্রোর সংখ্যা বাড়ানো হল।
যাত্রী সুবিধার্থে বড় ঘোষণা
সম্প্রতি কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের হয়রানির কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে পার্পল লাইন মেট্রো রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, 62টি ট্রেনের মধ্যে 31টি আপ ট্রেন ও 31টি ডাউন মেট্রো চলবে।
সূত্রের খবর, 24 মিনিট অন্তর জোকা থেকে মাঝেরহাট আবার মাঝেরহাট থেকে জোকা রুটে চলবে ট্রেনগুলি। জানা গিয়েছে, আপাতত সোমবার থেকে শুক্রবার আপে 20টি ও ডাউন লাইনে 40টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শনি এবং রবিবার এই দুদিন কোনও ট্রেন চলবে না।
মেট্রোর সংখ্যা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের আরও বড় উপহার দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে, এবার থেকে জোকা-মাঝেরহাট লাইনের প্রথম মেট্রোর সময় প্রায় 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আগে যেখানে সকাল 8টা বেজে 27 মিনিটে প্রথম মেট্রো ছাড়ত, এবার থেকে সেই মেট্রো 7 বেজে 57 মিনিটে ছাড়বে।
অবশ্যই পড়ুন: যেই S-400 ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান, সেই সুদর্শন চক্রের সামনে দাঁড়িয়ে হুঙ্কার মোদির
উল্লেখ্য, প্রথম মেট্রোর পাশাপাশি পার্পল লাইনের শেষ মেট্রোর ক্ষেত্রেও সময়সীমা বাড়ানো হয়েছে। জানিয়ে রাখি, মঙ্গলবার থেকেই জোকা-মাঝেরহাট রুটের শেষ মেট্রো ছাড়া হবে রাত 8টায়। আগে যেখানে, এই রুটের শেষ মেট্রো ছাড়া হত বিকেল 3টে বেজে 28 মিনিটে।