সহেলি মিত্র, কলকাতাঃ লাগামছাড়া গরমে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এদিকে স্কুল, কলেজে গরমের ছুটিও পড়ে গিয়েছেন। এহেন পরিস্থিতিতে কমবেশি সকলেরই মনটা কেমন যেন পাহাড় পাহাড় করছে। যেখানে গিয়ে একটু ঠান্ডা আবহাওয়ায় কয়েকটা দিন কাটানো যায়। আপনিও কি পাহাড়ে যাবেন বলে ভাবছেন? কিন্তু সিকিম বা দার্জিলিং যেতে চাইছেন না? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের এমন কয়েকটি জায়গা সম্পর্কে তথ্য দেব যেখানে গেলে আপনি ঠান্ডা তো পাবেনই, সঙ্গে মনে হবে ‘মিনি সুইৎজারল্যান্ড’-এ চলে এসেছেন যেন।
ঘুরে আসুন ‘মিনি সুইৎজারল্যান্ড’ | Mini Switzerland |
অনেক মানুষ আছেন যাদের কাছে সুইজারল্যান্ড ভ্রমণ স্বপ্নের মতো। কিন্তু বাজেট বা অন্যান্য কারণে অনেকেই তাদের স্বপ্ন পূরণ করতে পারেন না। তবে চিন্তা নেই, আপনাকে ভারতে অবস্থিত এমন কিছু জায়গা সম্পর্কে বলতে চলেছি যেখানে গেলে আপনার মনে হবে যেন আপনি সুইজারল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন। এই জায়গার সৌন্দর্য সুইজারল্যান্ডকে টেক্কা দেয়। দেখে নিন তালিকা…
খাজ্জিয়ার, হিমাচল প্রদেশ- এটিকে ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ বলা হয়। যদি আপনি শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে দেখতে চান, তাহলে খাজ্জিয়ারের চেয়ে ভালো জায়গা আর পাবেন না। এই জায়গাটিও সেরা রোমান্টিক জায়গাগুলির মধ্যে একটি। হানিমুন হোক বা পরিবারের সঙ্গে সময় কাটাতে এখানে ঘুরে আসতেই পারেন।
আউলি, উত্তরাখণ্ড – আউলি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত। স্কিইংয়ের জন্য আউলি পর্যটকদের প্রথম পছন্দ। শীতকালে, এই জায়গাটি সাদা বরফে ঢাকা থাকে এবং দৃশ্য এমন হয়ে যায় যে ভারতে আছেন না সুইৎজারল্যান্ডে আছেন গুলিয়ে ফেলবেন।
ইয়ুমথাং ভ্যালি, সিকিম- সিকিমের ইয়ুমথাং উপত্যকাকে ফুলের উপত্যকা বলা হয়। এটি উত্তর সিকিমে অবস্থিত এবং গ্যাংটক থেকে ১৪৮ কিমি দূরে অবস্থিত। এটি সিকিমের সবচেয়ে সুন্দর উপত্যকা হিসেবে বিবেচিত হয়। হিমালয়ে পাওয়া অনেক প্রজাতির ফুল এখানে দেখা যায়। এছাড়া ভাগ্য ভালো থাকলে গরমকালেও এখানে বরফ দেখার সৌভাগ্য পাবেন।
কৌসানি, উত্তরাখণ্ড- কৌসানি হল উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার একটি পাহাড়ি স্টেশন এবং ছোট গ্রাম। সপ্তাহান্তে বেড়াতে আসা পর্যটকদের কাছে এটি একটি প্রিয় জায়গা। হিমালয় পর্বতশৃঙ্গের অপূর্ব দৃশ্য এবং চমৎকার আবহাওয়ার মাঝে নববর্ষ উদযাপনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কৌসানিতে দেখার মতো অনেক জায়গা রয়েছে, যার মধ্যে আনাশক্তি আশ্রম, কৌসানি টি এস্টেট, সুমিত্রানন্দন পান্ত মিউজিয়াম, বৈজনাথ মন্দির এবং রুদ্রধারী জলপ্রপাত ও গুহা বিশেষ।
কাশ্মীর- বলা হয় যে পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা কেবল কাশ্মীরেই। কাশ্মীরকে ভারতের মিনি সুইৎজারল্যান্ড বললে মোটেও ভুল হবে না। এই স্থানটি তার সবুজ উপত্যকা এবং তুষারাবৃত পাহাড়ের জন্য পরিচিত।
আরও পড়ুনঃ পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা হিল স্টেশন, গরমের ছুটিতে ঘুরে আসুন ‘লিটল কাশ্মীর’
মুন্সিয়ারি- মুন্সিয়ারি ‘মিনি সুইজারল্যান্ড’ আবার ‘লিটল কাশ্মীর’ নামেও পরিচিত। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট গ্রাম। এই পাহাড়ি এলাকাকে উত্তরাখণ্ডের প্রাণ বলা হয়। এখানে চারদিকে ঘন বন এবং তুষারাবৃত শৃঙ্গের অপূর্ব দৃশ্য দেখা যায়। বিখ্যাত পর্যটন স্থানগুলির ভিড় এবং কোলাহল এড়াতে চাইলে ছুটি কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কিছু হতে পারে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |