এক ঘাঁয়েই গুঁড়িয়ে যাবে হাইপারসনিক মিসাইল! এবার ভারতের সাথে S-500 চুক্তির পথে রাশিয়া

Published on:

S-500

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের সঙ্গে দিনের পর দিন ভারতের সম্পর্ক গরম হচ্ছে। আর ঠিক সেই পরিস্থিতিতে বিরাট সুখবর শোনালো রাশিয়া। এবার নাকি তারা ভারতের সঙ্গে যৌথভাবে S-500 এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির প্রস্তাব দিয়েছে। সূত্রের খবর, এই প্রস্তাবকে ঘিরে উত্তেজনার পারদ কয়েক ধাপ উপরে উঠে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কারণ S-500 এমন এক প্রযুক্তি, যা বিশ্বের সবথেকে ভয়ংকর হাইপারসনিক মিসাইলকেও এক নিমিষেই ধুলিস্যাত করে দিতে পারে। রাশিয়ার দেওয়া এই প্রস্তাবে সারা দিলে শুধুমাত্র ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অটুট হবে না, বরং সেই সঙ্গে বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতের অবস্থান এক্কেবারে শীর্ষে উঠে যাবে।

S-500-র ক্যালমা

রাশিয়ার তৈরি S-500 Prometey এক্কেবারে হাইপারসনিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, যুদ্ধবিমান সবকিছু নিমেষেই গুঁড়িয়ে দিতে পারে। জানা যাচ্ছে, এর লক্ষ্যভেদ ক্ষমতা প্রায় 600 কিলোমিটার দূর পর্যন্ত। আর এটি নিম্ন কক্ষপথে চলমান স্যাটেলাইট পর্যন্তও ধ্বংস করে দিতে পারে। এছাড়া এটি হাইপারসনিক মিসাইলের গতিবিধি রেডারে ধরতে পারে, যা আধুনিক যুগে দাঁড়িয়ে বিরাট প্রযুক্তিগত সুবিধা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতের সঙ্গে যৌথভাবে তৈরি হবে S-500?

বেশ কিছু সূত্র খতিয়ে জানা গেল, রাশিয়া নাকি ভারতকে প্রস্তাব দিয়েছে যে, এবার তারা দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে S-500 তৈরি করবে। এর অর্থ শুধুমাত্র আমদানি নয়, বরং ভারত নিজেই এর প্রযুক্তিগত নির্মাণে হাত রাখবে। একদিকে এতে ভারতের প্রযুক্তিবিদরা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে, আবার অন্যদিকে দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নতি হবে।

S-400 ইতিমধ্যেই সফল!

ভারতের কাছে ইতিমধ্যেই রয়েছে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। 2018 সালে প্রায় 35 হাজার কোটি টাকা দিয়ে পাঁচটি ইউনিট কেনার সিদ্ধান্ত নিয়েছিল গেরুয়া সরকার। এখনও পর্যন্ত তিনটি ইউনিট ভারতে এসে পৌঁছেছে। আর বাকি দুটি 2026 সালের মধ্যে আসবে বলেই খবর।

S-400 ব্যবহার করে ভারত ইতিমধ্যেই অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল হামলাকে পুরো গুড়িয়ে দিয়েছে। আর এই প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানকোট, রাজস্থান, গুজরাট, জন্মু ও কাশ্মীর অঞ্চলে মোতায়েন করা রয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ DA মামলায় রাজ্যের ‘চাল’ ফাঁস করলেন আইনজীবী!

ভারতীয় বায়ু সেনা স্পষ্ট জানিয়ে দিয়েছে, অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় পাকিস্তান ড্রোন এবং মিসাইল দিয়ে উত্তর-পশ্চিম সীমান্ত লাগোয়া ভারতের একাধিক জায়গায় হামলার চেষ্টা চালিয়েছিল। তবে S-400 সুদর্শন চক্র সেই আক্রমণ কার্যত আকাশেই শেষ করে দেয়।

তাহলে S-500 কেন গুরুত্বপূর্ণ?

বর্তমান যুগে দাড়িয়ে হাইপারসনিক মিসাইল সবথেকে মারাত্মক অস্ত্র। প্রতি সেকেন্ডে প্রায় ৫ কিলোমিটারের বেশি গতিবেগে ছুটে আসে এই মিসাইল। আর একে ধরা তো দূরের কথা, রেডারেও ধরা পড়ে না। আর S-500 এখানেই করবে কামাল। শুধু দেখার ভারত রাশিয়ার এই প্রস্তাবে সারা দেয় কিনা!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group