বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমান সময়ে নগদে লেনদেনের তুলনায় অনলাইন পেমেন্ট অর্থাৎ UPI লেনদেনের চল বেড়েছে। এক কাপ চা হোক কিংবা নতুন স্মার্টফোন, সবেতেই UPI-এর শরণাপন্ন হতে হয় গ্রাহকদের। কিন্তু ব্যাঙ্কে কড়ি না থাকলে কীভাবে খরচ করবেন? ফাঁকা অ্যাকাউন্ট থেকে অজান্তে পেমেন্ট করতে গিয়ে বহুবার বিব্রত হয়েছেন অনেকেই।
তবে NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বলছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু না থাকলেও, পেমেন্ট করতে পারবেন আপনি! অবাক লাগছে? জানা যাচ্ছে, সম্পূর্ণ ফাঁকা অ্যাকাউন্ট থেকেই UPI-এর মাধ্যমে পেমেন্ট করে প্রয়োজন মেটানো যাবে। কিন্তু কীভাবে? চলুন জেনে নেওয়া যাক NPCI-র নতুন পরিষেবা সম্পর্কে।
শূন্য অ্যাকাউন্ট থেকেই করা যাবে দেদার খরচ
এমন পরিস্থিতির সম্মুখীন অনেকেই হয়েছেন যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি কিন্তু রেস্টুরেন্টে পেমেন্ট করতে গিয়ে পড়েছেন বিপাকে। এমতাবস্থায়, বন্ধু কিংবা আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করা ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প থাকে না গ্রাহকদের কাছে! তবে NPCI বলছে এবার থেকে আর সেই ঝক্কি পোয়াতে হবে না। নিজের স্মার্টফোন থেকেই একেবারে শূন্য অ্যাকাউন্ট নিয়েই ইচ্ছেমতো পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। কীভাবে? জেনে নিন।
কীভাবে খালি অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন?
UPI ব্যবহারকারীদের জন্য ক্রেডিট লাইন নামক একটি নতুন পরিষেবা চালু করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। জানা যাচ্ছে, NPCI-এর এই ক্রেডিট লাইন পরিষেবা গ্রাহকদের জন্য একেবারে মন্ত্রের মতো কাজ করবে। মূলত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের সাথে ক্রেডিট লাইন লিঙ্ক করে এই বিশেষ পরিষেবা অফার করা হচ্ছে। এই পরিষেবাটি 2023 সালে ঘোষণা করা হয়েছিল। জানিয়ে রাখি, এই ক্রেডিট লাইন আসলে ডিজিটাল ক্রেডিট কার্ড, যা পূর্ব অনুমোদিত ঋণের মতো কাজ করে। এই পরিষেবা ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে গ্রাহকের অ্যাকাউন্টে অর্থ থাকার কোনও প্রয়োজন নেই।
সংস্থা জানাচ্ছে, প্রাথমিকভাবে একেবারে নিখরচায় শূন্য অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করার জন্য UPI-তে ক্রেডিট কার্ডের মতোই গ্রাহকদের ব্যয় করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট অঙ্কের লিমিট ঠিক করে দেয় NPCI। যদিও এর জন্য, নির্দিষ্ট ব্যাঙ্কে আবেদন করতে হয় গ্রাহকদের। সে ক্ষেত্রে বলে রাখি, যে ব্যাঙ্কে আপনার UPI অ্যাকাউন্ট রয়েছে সেই সংশ্লিষ্ট ব্যাঙ্কে আবেদন করে UPI-র মাধ্যমে ক্রেডিট লাইন ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। আসলে হঠাৎ করে অর্থের প্রয়োজন হলে এই পরিষেবাটি ব্যবহার করে সীমিত লিমিটে খরচ করতে পারবেন গ্রাহকরা।
অবশ্যই পড়ুন: পিছলেও DA মামলা নিয়ে এল বিরাট সুখবর, মুখে হাসি ফুটতে চলেছে সরকারি কর্মীদের
কতদিনের মধ্যে পরিশোধ করতে হবে এই অর্থ?
NPCI-র এই ক্রেডিট লাইন পরিষেবা ব্যবহার করার পর সীমিত মাত্রায় যে অঙ্ক খরচ হয়েছে, তার ওপর সুদ চাপাবে ব্যাঙ্ক। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, প্রথমে খরচ হওয়া অর্থ পরিশোধের জন্য গ্রাহকরা 45 দিন সময় পাবেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধ করে দিলে ব্যাঙ্ক কোনও রকম সুদ নেয় না।
তবে হ্যাঁ, গ্রাহক যদি খরচ হওয়া অর্থ পরিশোধ করতে 45 দিনের থেকেও বেশি সময় নেন, তবে মোট ব্যয় হওয়া অর্থের ওপর সুদ বসাবে ব্যাঙ্ক। বলা বাহুল্য, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই অত্যাধুনিক পরিষেবাটি বর্তমানে সরকারি এবং বেসরকারি উভয় ব্যাঙ্কের ক্ষেত্রেই চালু রয়েছে। গ্রাহকরা চাইলেই, BHIM, GPay, Paytm, PayZapp প্ল্যাটফর্মেও এই সুবিধা পেতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |