সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। হ্যাঁ, ভারতীয় আর্মির তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগের (Indian Army Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস করলেই এই পদে আবেদন করা যাবে এবং শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন।
কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদ কত আছে, কত টাকা বেতন দেওয়া হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স সীমা কত লাগবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | Indian Army Recruitment 2025 |
ইন্ডিয়ান আর্মির তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে 10+2 Technical Entry Scheme (TES-54) পদে নিয়োগ করা হবে। যেখানে মোট শূন্যপদ রয়েছে 90 টি। তবে হ্যাঁ, এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবে এবং অবিবাহিত পুরুষ হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং অংক নিয়ে। পাশাপাশি 60% নম্বর পেতে হবে। এছাড়া JEE (Mains) 2025 পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলেই আবেদন করা যাবে।
বয়স সীমা কত দরকার?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানানো হয়েছে, এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স হতে হবে 16 বছর থেকে 20 বছরের মধ্যে। তবে হ্যাঁ, বয়স হিসাব করা লাগবে 1 জানুয়ারি, 2026 তারিখ অনুযায়ী।
বেতন কাঠামো
যেমনটা জানা যাচ্ছে, এখানে প্রশিক্ষণকালীন প্রতি মাসে 56,100 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং চাকরি পেলে মূল বেতন হবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা প্রতি মাসে। এর পাশাপাশি অন্যান্য ভাতা যুক্ত থাকবে।
কীভাবে নিয়োগ করা হবে?
চাকরিপ্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে শর্ট লিস্টিং করা হবে। এরপর সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। তারপর মেডিকেল টেস্ট এবং মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
আবেদন কীভাবে করবেন?
চাকরিপ্রার্থীকে ভারতীয় আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে ভারতীয় আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
- এরপর আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
- এরপর নির্ধারিত আবেদন ফি প্রদান করুন।
- সবশেষে আবেদন সাবমিট করুন এবং প্রিন্ট আউট রেখে দিন।
আরও পড়ুনঃ মাসে মিলবে ১০ হাজার, Zomato-তে ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে চাকরি
জেনে রাখা ভালো, এখানে আবেদন শুরু হয়েছে 13 মে, 2025 তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী 12 জুন, 2025 তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া ভালো।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |