সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ করতে কমবেশি সবাই চায়। তবে ঝুঁকিমুক্ত অথচ লাভজনক বিনিয়োগের রাস্তা সবাই খুজে পায় না। কিন্তু তাদের জন্য ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সবসময় সেরা বিকল্প। তবে সাম্প্রতিক সময়ে অধিকাংশ ব্যাঙ্ক সুদের হার কমিয়ে দিয়েছে।
কিন্তু ঠিক উল্টো পথে এমন কিছু ব্যাঙ্ক রয়েছে, যেগুলি মোটা হারে সুদ দিচ্ছে। হ্যাঁ, এমনই একটি ব্যাঙ্ক হল – সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক সর্বোচ্চ 9.10% হারে সুদ দিচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আশার আলো সঞ্চার করেছে।
কোন সময়ে কত সুদ?
ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে, 25 মাসের নির্দিষ্ট মেয়াদী ফিক্সড ডিপোজিটে যদি কেউ বিনিয়োগ করে, তাহলে 41 পয়েন্টে সুদ বাড়ানো হবে। আর এর ফলে সাধারণ নাগরিকরা 8.8% এবং সিনিয়র সিটিজেনরা 9.10% পর্যন্ত সুদ পাবে।
এমনকি জেনারেলদের জন্য সুদের হার সর্বনিম্ন, 4% থেকে সর্বোচ্চ 8.60% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সর্বনিম্ন সুদের হার4.50% থেকে সর্বোচ্চ 9.10%। এর পাশাপাশি 1 বছর 15 মাসের মেয়াদী স্কিমে 8% সুদ পাওয়া যাবে।
রেকারিং ডিপোজিটেও বিরাট চমক
ফিক্সড ডিপোজিটের পাশাপাশি রেকারিং ডিপোজিটেও এই ব্যাঙ্ক দিচ্ছে এবার ৮.৭% হারে সুদ। তবে এই স্কিমের মেয়াদ হবে সর্বোচ্চ 5 বছর। আর এই স্কিমের সুবিধা তাদের জন্যই, যারা মাসে মাসে স্বল্প টাকা সঞ্চয় করতে চান বা বিনিয়োগ করতে চান।
নিরাপত্তা এবং গ্যারান্টি
দেখুন, বিনিয়োগ মানে সব সময় প্রশ্ন আসে, নিরাপত্তা নিয়ে। আর এ বিষয়ে সূর্যোদয় ব্যাঙ্কের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিটি গ্রাহকের ফিক্সড ডিপোজিটির উপর 5 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ইন্সুরেন্স কভার দেওয়া হচ্ছে। অর্থাৎ, আপনার বিনিয়োগ যদি বিপদে পড়ে, তাহলে এই ইন্সুরেন্স রক্ষাকবচ হিসেবে থেকে যাবে।
অন্যান্য ব্যাঙ্কগুলি কী বলছে?
যেখানে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট কমানোর ফলে এফডিতে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে, সেখানে সূর্যোদয় ব্যাঙ্ক ঠিক উল্টো রাস্তায় হাঁটছে। গ্রাহকদের আশা ফেরানোর জন্যই হয়তো তাদের এই চাল। আর এটি এক্কেবারে আঘাত সাহসী এবং কৌশলী পদক্ষেপ, তা বলা যায়।
বিনিয়োগকারীদের জন্য পরামর্শ
যদিও অফারটি খুবই লোভজনক। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে মাথায় রাখুন এবং নিজের আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করুন। মনে রাখবেন, কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য সংগ্রহ বা বোঝাপড়া সবথেকে জরুরী।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |